এবার কি এ রাজ্যেও ব্লু হোয়েলের থাবা?

Updated By: Aug 12, 2017, 10:26 PM IST
এবার কি এ রাজ্যেও ব্লু হোয়েলের থাবা?
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : এবার কি এ রাজ্যেও ব্লু হোয়েলের থাবা? মুম্বইয়ের মনপ্রীত সিংয়ের পর কি পশ্চিম মেদিনীপুরের অঙ্কন দে? ক্লাস টেনের অঙ্কনের বন্ধুদের দাবি এমনই। পরিবারেরও দাবি, ব্লু হোয়েল নামে সুইসাইড গেম খেলত সে। পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাই স্কুলের অঙ্কনের পছন্দের খেলা ছিল এই অনলাইন সুইসাইড গেম। আনন্দপুরের চালাকি মোড়ের গোপীনাথ দের একমাত্র সন্তান অঙ্কন।

আরও পড়ুন- বালির নিহত পরিবেশকর্মী তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত গ্রেফতার

আজ বিকেলে বাড়ির নিচেই সাইবার কাফেতে কম্পিউটারে গেম খেলছিল সে। পরে বাড়িতে ফিরে শৌচাগারে ঢোকে। মাকে বলে যায়, ভাত বাড়তে। শৌচাগারে গলায় ফাঁস লাগায়। দড়িতে টান পড়ে গলায় চেপে বসে যায়। গলায় ফাঁস লাগা অবস্থায় মাটিতে পড়ে ছটফট করতে থাকে অঙ্কন। বাবা গোপীনাথ দের চোখে পড়ে। কিন্তু ততক্ষণে সব শেষ। আনন্দপুর থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠায়।

.