নীল তিমির আতঙ্ক এবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে

Updated By: Sep 2, 2017, 09:20 AM IST
নীল তিমির আতঙ্ক এবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে

ওয়েব ডেস্ক: নীল তিমির আতঙ্ক এবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। গার্লস স্কুলের ক্লাস টেনের এক ছাত্রীর হাত কাটার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। সেই ছাত্রী ও তার আরও তিন বান্ধবীর অভিভাবকদের ডেকে পাঠানো হয় স্কুলে। তাঁদের দিকে বিশেষ নজর রাখতে স্কুলের তরফে অনুরোধ করা হয়েছে। এবিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে নারাজ প্রধান শিক্ষিকা।

আরও পড়ুন গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে

তবে স্কুলে যে ব্লু হোয়েল আতঙ্ক রয়েছে সেকথা তিনি অস্বীকার করেননি। কালিয়াগঞ্জ পুরসভা ও কালিয়াগঞ্জ থানার উদ্যোগে শহরের বিভিন্ন স্কুল ও জনবহুল এলাকায় ব্লু হোয়েলের মতো মারণ গেম সম্পর্কে প্রচার চালানো হচ্ছে। সচেতনতা শিবিরও করা হচ্ছে প্রশাসনের তরফে। 

আরও পড়ুন  বাবা-মাকে ভিটেছাড়া করল মালদার মোথাবাড়ির শিক্ষক সোহেল রানা

.