Khejuri: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত ১, গুরুতর আহত ৩, তৃণমূল-বিজেপি চাপানউতোর
ঘটনার পর তৃণমূল-বিজেপি দু-পক্ষের চাপানউতোর শুরু।
নিজস্ব প্রতিবেদন: রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত খেজুরি। বোমা ফেটে দুই তৃণমূল কর্মীর মৃত্য়ু। সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল স্থানীয় এক বাসিন্দার৷ গুরুতর আহত আরও তিনজন৷ ঘটনায় ইতিমধ্যেই রাজনীতির রং লেগেছে৷ বিজেপি-র (BJP) অভিযোগ, তৃণমূল কর্মীরা বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে৷ তৃণমূলের (TMC) পাল্টা দাবি, ঘটনায় কোনও তৃণমূল কর্মী নিযুক্ত থাকলে প্রশাসন ব্যবস্থা নিক৷ কিন্তু তার আগে সঠিক তদন্তের প্রয়োজন।
ঘটনাটি ঘটেছে খেজুরির ভাঙ্গন বাড়িতে। গতকাল রাতে সেখানেই বোমা ফেটে নিহত ১ আহত ৩ জন। এই ঘটনায় এলাকায় তদন্ত চালাচ্ছে পুলিস। আহতদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।ঘটনায় আহতদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ মৃতের নাম অনুুপ দাস৷
তবে বোমা বানাতে গিয়ে ফেটেছে নাকি তাদের উপর বোমা চার্জ করা হয়েছে এ নিয়ে পুলিসি তদন্ত হবে বলে জানিয়েছেন তৃনমূলের জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি। অন্যদিকে, বিজেপির বিধায়ক শান্তনু প্রামানিকেপর অবশ্য অভিযোগ বহিরাগত লোক দিয়ে বোমা বাঁধার কাজ চলছিল তারপরেই বোমা ফেটে এই বিপত্তি ঘটেছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।
ইতিমধ্যেই খেজুরি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। ভোটের ফল প্রকাশের পর একাধিকবার রক্তাক্ত হয়েছে এই খেজুরি। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিস৷ ঘটনাকে কেন্দ্র করে থমথমে হয়ে উঠেছে গোটা এলাকার পরিবেশ৷ এলাকায় পুলিস মোতায়েন করা হয়েছে৷