বাজারে দর ৩০টাকা, আর বিজেপি আলু বিক্রি করছে ২০টাকায়! অভিনব প্রতিবাদ
সবজির দাম বাড়ার প্রতিবাদে শনিবার সকালে অভিনব বিক্ষোভ দেখায় শ্রীরামপুর সাংগঠনিক বিজেপি। শ্রীরামপুর বেলটিং বাজারে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
নিজস্ব প্রতিবেদন: প্রতিদিন বাড়ছে দাম, হাত দিলেই ছ্যাঁকা লাগছে হাতে! সেই আলুই এখন বিক্রি হচ্ছে ২০ টাকায়। খোলা বাজারে ২০ টাকায় আলু বিক্রি করে অভিনব প্রতিবাদ বিজেপির।
সবজির দাম বাড়ার প্রতিবাদে শনিবার সকালে অভিনব বিক্ষোভ দেখায় শ্রীরামপুর সাংগঠনিক বিজেপি। শ্রীরামপুর বেলটিং বাজারে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বাজারে ৩০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। বিজেপি ২০ টাকা কেজি দরে সাধারণ মানুষকে আলু বিক্রি করে।
বিজেপির দাবি, যেখানে অন্য রাজ্য থেকে পেঁয়াজ-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী আসছে অথচ দামবৃদ্ধি হচ্ছে না, এই রাজ্যে উৎপাদিত সবজির দাম কীভাবে বাড়ছে!
আরও পড়ুন: নরম-গরমের সম্পর্কের মাঝেই দিলীপের জন্মদিনে ফেসবুকে ঢালাও শুভেচ্ছা বাবুলের!
যতদিন না আলুর দাম কমছে, মানুষকে সুরাহা দিতে আগামিদিনেও ২০টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে বলে জানান বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বসু।