জেলা সভাপতি বদলের দাবিতে বিক্ষোভ, বিজেপি চিন্তন শিবিরে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

রাতের বেলায় তৃণমূলের হয়ে কাজ করছেন, আর দিনের বেলায় বিজেপি সাজছেন।

Updated By: Aug 11, 2019, 03:58 PM IST
জেলা সভাপতি বদলের দাবিতে বিক্ষোভ, বিজেপি চিন্তন শিবিরে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

নিজস্ব প্রতিবেদন : বিজেপির চিন্তন শিবিরের বাইরে বিক্ষোভ দলেরই একাংশ কর্মীদের। বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারীদের দাবি, বর্তমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুইকে সরাতে হবে।

দুদিন ব্যপী বিজেপি চিন্তন শিবিরের আজ শেষদিন। দুর্গাপুরে চলছে এই শিবির। এদিন বৈঠক চলাকালীন হঠাৎই হোটেলের বাইরে জমায়েত করেন কিছু বিজেপি কর্মী। তাঁদের অভিযোগ, বর্তমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুই তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে চলছেন। তিনি রাতের বেলায় তৃণমূলের হয়ে কাজ করছেন, আর দিনের বেলায় বিজেপি সাজছেন। দলীয় কর্মীদের পদ দিয়ে আবার পরক্ষণেই কেড়ে নেওয়া হচ্ছে। দলে কোনও কর্মীর কোনও মর্যাদা নেই। সবমিলিয়ে চূড়ান্ত অব্যবস্থা চলছে। বিক্ষোভকারীরা তাঁদের অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জানাতে চান।

আরও পড়ুন, 'গোর্খাল্যান্ড'-এর নীচে অমিত শাহের সই, মুখ লুকাতে ব্যস্ত বিজেপি

এদিকে, বিক্ষোভের খবর পেয়েই তাঁদের হঠাতে আসরে নামেন বর্তমান জেলা সভাপতির অনুগামীরা। ধাক্কাধাক্কি হয়। দুপক্ষের মধ্যে হাতাহাতিও বেঁধে যায়। ঝামেলার খবর গিয়ে পৌঁছয় ভিতরেও। উল্লেখ্য, আসন্ন নির্বাচনের আগে লড়াইয়ের রূপরেখা স্থির করতে, সাংগঠিক পরিস্থিতি খতিয়ে দেখতেই এই চিন্তন শিবির। এদিকে সেই শিবিরকে ঘিরেই দলীয় কোন্দল নিঃসন্দেহে বিজেপি নেতৃত্বের অস্বস্তি বাড়াল।

.