তৃণমূল কর্মীর ‘মারে’ বিজেপি কর্মীর মৃত্যু, অভিযুক্তের বাড়ির সামনে দেহ নিয়ে বিক্ষোভ

অভিযুক্তের বাড়ির সামনে মৃতদেহ নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের।    

Updated By: Sep 19, 2019, 12:47 PM IST
তৃণমূল কর্মীর ‘মারে’ বিজেপি কর্মীর মৃত্যু, অভিযুক্তের বাড়ির সামনে দেহ নিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কর্মীর মারে  বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগে তোলপাড় পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। মৃতের নাম বাসুদেব মাঝি। অভিযুক্তের বাড়ির সামনে মৃতদেহ নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের।  

 

জানা গিয়েছে, পটাশপুরের ধকড়াবাঁকা গ্রামের বাসিন্দা বাসুদেব। অভিযোগ, তাঁর ওপর কিছুদিন আগে হামলা চালান স্থানীয় তৃণমূলনেতা বিশ্বজিত্ জানা। সেসময় প্রথমে তিনি পটাশপুর ব্লক হাসপাতাল ও পরে তমলুক জেলা হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তারপর থেকে বাসুদেব অসুস্থই ছিলেন। বেশিরভাগ সময়ই বাড়িতে থাকতেন তিনি। বাইরে বেরনোর ক্ষমতা ছিল না।  

স্ত্রীকে পুড়িয়ে ‘খুন’, হাসপাতালে আটকে রেখে স্বামীকে পুলিসের হাতে তুলে দিল পরিবার

বুধবার রাতে বাড়িতেই মৃত্যু হয় তাঁর। খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। বিশ্বজিত্কেও মারধর করা হয় বলে অভিযোগ। তিনি এখন কলকাতায় চিকিত্সাধীন। অন্যদিকে, বাসুদেবের দেহের সত্কার বিশ্বজিতের বাড়ির সামনেই করা হবে বলে সোচ্চার হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

যদিও তৃণমূলের দাবি, রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বাসুদেবের। এর পিছনে রাজনৈতিক কারণ নেই বলে দাবি তাদের। বিজেপি মৃত্যু নিয়ে মিথ্যা রাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। তদন্তে নেমেছে পটাশপুর থানার পুলিস।

Tags:
.