Suvendu-র কনভয় চলে যাওয়ার পর BJP কর্মীদের উপর হামলার অভিযোগ, জখম অন্তত ১০

হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)।

Updated By: Aug 22, 2021, 10:17 PM IST
Suvendu-র কনভয় চলে যাওয়ার পর BJP কর্মীদের উপর হামলার অভিযোগ, জখম অন্তত ১০

নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় চলে যাওয়ার পর বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পাঁশকুড়ার চাঁপাডালিতে। 

শনিবার 'দুয়ারে সরকার' অনুষ্ঠানে গিয়ে আক্রান্ত হন পাঁশকুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুকুমার ভুঁইয়া। তাঁর উপরে হামলার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপির দাবি, গুরুতর আহত হয়েছেন সুকুমার। রবিবার রাত ৮টা নাগাদ তাঁর বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফেরার পথে চাঁপাডালিতে বিজেপি কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি। শুভেন্দু অধিকারীর কনভয় চলে যাওয়ার পরই তাঁদের উপরে হামলা করা হয় বলে অভিযোগ। বিজেপির (BJP) দাবি, তাদের অন্তত ১০ জন কর্মী জখম। বিজেপি নেতা কনিষ্ক পণ্ডা বলেন,'পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীর উপরে হামলার চেষ্টা করেছিল তৃণমূল। তাঁকে না পেয়ে মারধর করেছে বিজেপি কর্মীদের। বাইক ভাঙচুর করা হয়েছে।'   

হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি তাদের। রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন,'ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। আইনের আইনের পথেই চলবে।'          

আরও পড়ুন-মিত্রের মিত্র BJP নেত্রী রিমঝিম, 'TMC-র হিরো' Madan-র সঙ্গে হাসিঠাট্টায়-ওহ লাভলি

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.