বেশি ভোট পাওয়ার 'অপরাধে' বিজেপিকে বেধরক মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অভিযোগ,  বুথে বেশি ভোট পাওয়ার অপরাধে শুক্রবার সকালে বিজেপির কর্মীদের মারধর করে তৃণমূলের কর্মী সমর্থকরা।

Updated By: May 24, 2019, 05:02 PM IST
বেশি ভোট পাওয়ার 'অপরাধে' বিজেপিকে বেধরক মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: ভোট মিটটেই একে একে হিংসার খবর উঠে আসছে শিরোনামে। এবার ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হিঙ্গলগঞ্জ। অভিযোগ,  বুথে বেশি ভোট পাওয়ার অপরাধে শুক্রবার সকালে বিজেপির কর্মীদের মারধর করে তৃণমূলের কর্মী সমর্থকরা। বিজেপির কর্মীরা  জানিয়েছেন এদিন লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধোর করা হয় তাঁদের। 

আরও পড়ুন: মুখরক্ষা হলেও হয়নি মানরক্ষা, রাজনীতি থেকে আপাতত ছুটি নিলেন অনুব্রত

দুই দলের সংঘর্ষ ক্রমশ চরমে পৌঁছালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। দুজন বিজেপি কর্মীকে গুরুতর আহত অবস্থায় বসিরহাট সুপারস্পেসালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন এক মহিলাও। এরপর প্রতিবাদে হিঙ্গলগঞ্জের কালীতলা অঞ্চলের পারঘুমটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। দীর্ঘ ৪ ঘণ্টা অবরোধ চলার পর দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে।

এখনও পুলিস পিকেটিং রয়েছে এলাকায়।

.