ঘর থেকে বের করে বিজেপি নেত্রীকে বেধরক মার, অভিযুক্ত তৃণমূল
রোশের জেরেই রিঙ্কু সর্দারের তাঁর ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাদের বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার।
নিজস্ব প্রতিবেদন: ঘর থেকে টেনে বার করে প্রকাশ্যে দিবালোকে ব্লক মহিলা মোর্চা নেত্রীকে এলোপাথারি মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, দিদিকে মারতে দেখে ভাই তাঁকে বাঁচাতে এলে মারের হাত থেকে রেহাই পেলনা ভাই। ঘটনার গুরুতর আহত হন মোর্চা নেত্রী রিঙ্কু সর্দার (২৭) তাঁর ভাই রিঙ্কু সর্দারও (২৭)। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার উত্তর মোকামবেড়িয়া গ্রামে।
আরও পড়ুন: পুলিস-জনতা খণ্ডযুদ্ধে রণক্ষেত্র জগদ্দলে, আহত ৫ পুলিসকর্মী
আহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাসন্তী ব্লকের মহিলা মোর্চার সমস্ত দায়িত্ব রিঙ্কু সর্দারের ওপর। শেষ লোকসভা ভোটেও সক্রিয়ভাবে কাজ করেছেন রিঙ্কু। অনুমান এইসবই রাগের কারণ হয়ে দাঁড়ায় স্থানীয় তৃণমূল নেতাদের। রোশের জেরেই রিঙ্কু সর্দারের তাঁর ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাদের বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার।
ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।