রাজ্যজুড়ে ৫ পরিবর্তন রথযাত্রা করবে BJP, ফেব্রুয়ারিতে সূচনা করবেন Nadda

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে রথযাত্রার করতে চেয়েছিল বিজেপি

Updated By: Jan 30, 2021, 09:15 PM IST
রাজ্যজুড়ে ৫ পরিবর্তন রথযাত্রা করবে BJP, ফেব্রুয়ারিতে সূচনা করবেন Nadda

নিজস্ব প্রতিবেদন: রথযাত্রা দিয়েই দেশের রাজনীতিতে সাড়া ফেলেছিল বিজেপি। একুশের নির্বাচনের আগে এবার সেই সফল রথ রাজনীতি এরাজ্যেও প্রয়োগ করতে চলেছে গেরুয়া শিবির। সূত্রের খবর, অমিত শাহের উপস্থিতিতে রাজ্যের নেতাদের সঙ্গে এক বৈঠকে ওই রথযাত্রার বিষয়টি চূড়ান্ত হয়েছে এমাসের মাঝামাঝি।

আরও পড়ুন-'Mamata এখন অতীত, আঁচল পেতে উন্নয়ন চাইব শাহের কাছে', BJPতে যোগদানের আগে Rajib

শুভেন্দু অধিকারীর পর একের পর এক তৃণমূল নেতাকে দলে টানছে বিজেপি। আজ শনিবারও দিল্লি গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee) সহ একাধিক তৃণমূল নেতা যোগদান করেছেন বিজেপিতে। এর পাশাপাশি একুশের নির্বাচনের আগে ভোটের পালে হাওয়া দিতে বাংলায় মোট ৫টি পরিবর্তন রথযাত্রার আয়োজন করছে গেরুয়া শিবির। আগামী ৬ ফেব্রুয়ারি মালদহ থেকে হবে প্রথম রথযাত্রায় সূচনা। রাজ্যের সবকটি আসনে যাওয়ার চেষ্টা করবে ওইসব রথ। 

বিজেপি সূত্রে খবর, ওই ৫ রথযাত্রার মধ্যে ২টির সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। বাকী ৩ রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মালদহে প্রথম রথযাত্রার সূচনা করবেন নাড্ডা। গোটা ফেব্রুয়ারি মাস রাজ্যের সবকটি বিধানসভা এলাকায় ঘুরবে ওইসব রথ।

আরও পড়ুন-Live Update: TMC ছেড়ে এবার BJP-তে, দিল্লিতে Amit Shah-র বাড়িতে রাজীব-বৈশালীরা

এর আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে রথযাত্রার করতে চেয়েছিল বিজেপি। তার অনুমতি দেয়নি রাজ্য সরকার। এনিয়ে মামলা গড়ায় আদালতে। সরকারের দাবি ছিল, রথযাত্রা হলে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হতে পারে। তবে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্যে চালু হয়ে যাবে মডেল কোড অব কনডাক্ট। সেক্ষেত্রে রথযাত্রার অনুমতি মেলে কিনা সেটাই দেখার।

.