বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙা, শনিবারে অবস্থান বিক্ষোভে তৃণমূল

কোচবিহারের মাথাভাঙা উত্তপ্ত হয়ে রইল তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে। তৃণমূল বসল অবস্থান বিক্ষোভে। 

Updated By: Dec 26, 2020, 02:42 PM IST
 বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙা, শনিবারে অবস্থান বিক্ষোভে তৃণমূল

নিজস্ব প্রতিবেদন: কোচবিহারের মাথাভাঙা উত্তপ্ত হয়ে রইল তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে। তৃণমূল বসল অবস্থান বিক্ষোভে। 

শুক্রবার মাথাভাঙায় বিজেপির থানা ঘেরাও কর্মসূচি মিছিলে তৃণমূল বোমাবাজি করেছিল বলে অভিযোগ ওঠে বিজেপি'র পক্ষ থেকে। অপর দিকে, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ ছিল, থানা ঘেরাও কর্মসূচির মিছিল থেকেই বিজেপিকর্মীরা তৃণমূলের দু'টি অফিস-সহ বিভিন্ন দোকানে ভাঙচুর চালায় এবং বোমাবাজি করে।

পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ বিনয়কৃষ্ণ বর্মনের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। শুক্রবার বিজেপি অতর্কিত হামলা চালিয়েছিল বলে অভিযোগ করে তৃণমূল। বিজেপির আক্রমণের প্রতিবাদে শনিবার মাথাভাঙা মেলার মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ শুরু হয়েছে মাথাভাঙা থানার উল্টো দিকে। অবস্থান-বিক্ষোভে উপস্থিত আছেন অনগ্রসর কল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ-সহ ব্লক স্তরের নেতৃত্ববৃন্দ।  

Also Read: ২১ বছর TMC দলটা করেছি বলে লজ্জা করে : শুভেন্দু অধিকারী

 

.