বিজেপির আইন অমান্য ঘিরে ধুন্ধুমার হাওড়ায়

পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

Updated By: Dec 19, 2018, 05:16 PM IST
বিজেপির আইন অমান্য ঘিরে ধুন্ধুমার হাওড়ায়

নিজস্ব প্রতিবেদন : বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাঁধল হাওড়ায়। রথযাত্রায় রাজ্য সরকারের অনুমতি না দেওয়ার ইস্যুকে হাতিয়ার করে এদিন হাওড়া পুরনিগমের সামনে আইন অমান্য কর্মসূচি পালন করে বিজেপি।

আরও পড়ুন, রাজ্য মন্ত্রিসভায় রদবদল, আসছে ৪ নতুন মুখ

আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রাস্তায় বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ, করেন, গোটা রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। গণতন্ত্র বলে এরাজ্যে আর কিছু অবশিষ্ট নেই।

আরও পড়ুন, বিজেপির রথযাত্রার অনুমতি নিয়ে হাইকোর্টে বাদানুবাদ বিচারপতি ও এজি-র, রায় আগামীকাল

প্রসঙ্গত, বিজেপির রথযাত্রা মামলা হাইকোর্টে গড়িয়েছে। রথযাত্রায় অনুমতি দিতে নারাজ রাজ্য। মোদী ও অমিত শাহের সভায় আপত্তি না থাকলেও রথযাত্রা সম্ভব নয় বলে আদালতে সাফ জানিয়েছেন এজি। আগামীকাল মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি তপোব্রত বাগচি।

.