আসানসোলে বিজেপির মিছিলে তৃণমূলি হামলার অভিযোগ

বিজেপি নেতা লক্ষ্মণ ঘড়ুয়ের দাবি, গোটা রাজ্যের মতো আসানসোল শিল্পাঞ্চলেও বিজেপির মিছিল দেখলেই হামলা চালাচ্ছে তৃণমূল। ভয় পেয়ে শাসকদল এই কাজ করছে বলে দাবি তাঁর। লক্ষ্মণবাবুর দাবি, এভাবে বিজেপিকে রোখা যাবে না। 

Updated By: Dec 9, 2018, 02:29 PM IST
আসানসোলে বিজেপির মিছিলে তৃণমূলি হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় বিজেপির মিছিলে তৃণমূলি হামলার অভিযোগ। রবিবার বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিজেপির কেন্দা ফাড়ি ঘেরাও কর্মসূচিতে হঠাত্ই উত্তেজনা দেখা দেয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাদের মিছিলে হামলা চালায়। যদিও পুলিসের তত্পরতায় বাড়াবাড়ি হয়নি। ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী সামান্য আহত হয়েছেন। 

রবিবার জামুড়িয়া থানার কেন্দা ফাড়ি ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। সেই মতো মিছিল করে ফাড়ির দিকে এগোচ্ছিলেন বিজেপির নেতা-কর্মীরা। অভিযোগ, এরই মধ্যে হঠাত্ তৃণমূল পার্টি অফিস থেকে দুষ্কৃতীরা বেরিয়ে মিছিলে হামলা চালায়। সাময়িক উত্তেজনা তৈরি হয়। তবে প্রচুর পুলিসকর্মী মোতায়েন থাকায় পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন তাঁরা।

বিজেপি নেতা লক্ষ্মণ ঘড়ুয়ের দাবি, গোটা রাজ্যের মতো আসানসোল শিল্পাঞ্চলেও বিজেপির মিছিল দেখলেই হামলা চালাচ্ছে তৃণমূল। ভয় পেয়ে শাসকদল এই কাজ করছে বলে দাবি তাঁর। লক্ষ্মণবাবুর দাবি, এভাবে বিজেপিকে রোখা যাবে না। 

গলা টিপে-মাথা থেঁতলে স্ত্রীকে খুন, মালিকের ষড়যন্ত্র ফাঁস গাড়ির চালকের বয়ানে 

জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন জানিয়েছেন, আমাদের ছেলেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ও ১৯ জানুয়ারির ব্রিগেড সমাবেশ নিয়ে ব্যস্ত। বিভিন্ন জায়গায় মিছিল করে বিজেপি পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। পুলিস ঘটনা খতিয়ে দেখবে। 

.