আর্থিক দুর্নীতি মামলায় অর্জুন সিংয়ের বাড়িতে CID, তলব ভবানীভবনে

সিআইডির ওই নোটিসে বলা হয়েছে, ওই নালা সংস্কার সংক্রান্ত অনেক তথ্য রয়েছে অর্জুন সিংয়ের কাছে

Updated By: May 21, 2021, 12:59 AM IST
আর্থিক দুর্নীতি মামলায় অর্জুন সিংয়ের বাড়িতে CID, তলব ভবানীভবনে

নিজস্ব প্রতিবেদন: নারদাকাণ্ডে তোলপাড় রাজ্যে। তৃণমূলের ৩ হেভিওয়েট নেতা এখন জেল হেফাজতে। এরকম এক পরিস্থিতিতে এক আর্থিক দুর্নীতির মামলায় বিজেপি সাংসদ অর্জুন সিংকে তলব করল সিআইডি।

আরও পড়ুন-এবার নতুন বিপদ! দেশে একাধিক রোগীর দেহে মিলল ভয়ঙ্কর White Fungus

বৃহস্পতিবার সিআইডির(CID) একটি টিম অর্জুন সিংয়ের জগদ্দলের বাড়িতে যায়। সেখানে তাঁকে না পেয়ে একটি নোটিস দিয়ে ফিরে আসে। ওই নোটিসে অর্জুন সিংকে আগামী ২৫ মে ভবানীভবনে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে। 

কেন ওই নোটিস? ২০২০ সালে ভাটপাড়ায় একটি নিকাশি নালা সংস্কার করা নিয়ে অভিযোগ উঠেছিল অর্জুন সিংয়ের(Arjun Singh) বিরুদ্ধে। এনিয়ে একটি মামলা হয় বিজেপি সাংসদের বিরুদ্ধে। অভিযোগ, ওই নালা সংস্কারের জন্য টেন্ডার ডাকা হলেও সেই কাজ দিয়ে দেওয়া হয় অর্জুন ঘনিষ্ঠ এক ব্যক্তিকে। নালা সংস্কারে ৪.৫ কোটি টাকা খরচ দেখানো হলেও কোনও কাজই করা হয়নি। সেই অভিযোগেই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। 

আরও পড়ুন-মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বাতিল নয়, জানালেন শিক্ষামন্ত্রী; অফলাইনেই পরীক্ষা?

সিআইডির ওই নোটিসে বলা হয়েছে, ওই নালা সংস্কার সংক্রান্ত অনেক তথ্য রয়েছে অর্জুন সিংয়ের কাছে। তাই তদন্তের স্বার্থেই অর্জুন সিংয়ের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। 

.