বিজেপি নেত্রীর পরিবারের ওপর হামলা! নেপথ্যে তৃণমূল, বলছে বিজেপি

বিজেপির অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল। অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি, পাড়ার বিবাদের জেরেই এই গোলমাল। তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

Updated By: Oct 6, 2020, 04:52 PM IST
বিজেপি নেত্রীর পরিবারের ওপর হামলা! নেপথ্যে তৃণমূল, বলছে বিজেপি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বিজেপি নেত্রীর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বাড়িরই এক মহিলাকে ছুরির বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের অমরপুরে। উল্লেখ্য, গ্রামের বাসিন্দা শর্মিলা দাস আউশগ্রামের ৫২ নম্বর মণ্ডলের সহসভাপতি।

আরও পড়ুন: 'এয়ারটেলের টাওয়ার বসালে ২৫ লাখ টাকা ও চাকরি!' পুরোটাই ধাপ্পাবাজি, চক্রে জড়িয়ে প্রভাবশালীরাও

অভিযোগ, মাসখানেক আগেও তাঁর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। সোমবার রাতে ফের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। বাড়িতে ইট-পাথর ছুড়তে থাকে দুষ্কৃতীরা। এখানেই শেষ নয়, শর্মিলা দাসের আত্মীয়া জ্যোত্‍স্না দাসকে অপরহণের চেষ্টা হয়। জ্যোত্‍স্নার স্বামী বাসুদেব বাধা দিলে ছুরির বাট দিয়ে মেরে মহিলার মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। 

বিজেপির অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল। অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি, পাড়ার বিবাদের জেরেই এই গোলমাল। তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

.