পার্থ চট্টোপাধ্যায়কে 'কমেডিয়ান' বলে কটাক্ষ সায়ন্তন বসুর

তাঁর মতে, "রাজ্যবাসীকে এপ্রিল ফুল বানাতেই এমন ঘোষণা মুখ্যমন্ত্রীর।"

Updated By: Mar 12, 2020, 11:56 AM IST
পার্থ চট্টোপাধ্যায়কে 'কমেডিয়ান' বলে কটাক্ষ সায়ন্তন বসুর

নিজস্ব প্রতিবেদন : মঙ্গবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে 'হাসির খোরাক' বলে কটাক্ষ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পাল্টা "কমেডিয়ান পার্থ চট্টোপাধ্যায়" বলে তৃণমূলের মহাসচিবকে কটাক্ষ করলেন বিজেপির দাপুটে নেতা সায়ন্তন বসু।

বুধবার মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে দলীয় বৈঠকে যোগ দিতে আসেন সায়ন্তন বসু। বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায়কে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। সায়ন্তন বসু বলেন, "রোজ রাতে মানুষ টেলিভিশনের সামনে বসে কমেডি শো না দেখে পার্থ চট্টোপাধ্যায়কে দেখেই মজা নিতে পারেন।"

আরও পড়ুন, প্রশ্নপত্র কোথা থেকে বেরচ্ছে, তা এবার উচ্চমাধ্যমিক সংসদকে জানাতে হবে সংবাদমাধ্যমকেই

আরও পড়ুন, ৮ বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে বাঁশবাগানে 'ধর্ষণ' ১৬ বছরের কিশোরের

অন্যদিকে বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন যে ১ এপ্রিল থেকেই রাজ্যের ১০৯টি চেকপোস্ট তুলে দেওয়া হবে। এ প্রসঙ্গেও রাজ্য সরকারকে নিশানা করেন রাজ্য বিজেপির এই দাপুটে নেতা। তাঁর মতে, "রাজ্যবাসীকে এপ্রিল ফুল বানাতেই এমন ঘোষণা মুখ্যমন্ত্রীর।" সারাদেশে যখন অনেক আগেই চেকপোস্ট উঠে গিয়েছে, তখন পশ্চিমবঙ্গে এতদিন কীভাবে চেকপোস্ট  সিস্টেম চলল, তা নিয়েও প্রশ্ন তোলেন সায়ন্তন বসু।

.