দিনহাটায় বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকে দু জায়গায় আটকানোর অভিযোগ

কোচবিহারের দিনহাটায় বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি -কে দু জায়গায় আটকানোর অভিযোগ। কিছুদিন ধরেই তৃণমূল - বিজেপি সংঘর্ষে অশান্ত দিনহাটা । বিজেপির অভিযোগ, তাঁদের কার্যালয় ভাঙচুর হয়। আক্রান্ত হন তাঁদের দলীয় কর্মীরাও।  এরপরই আজ দিনহাটা যায় জয়প্রকাশ মজুমদার ও লকেট চ্যাটার্জি -র নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল। অভিযোগ ভ্যাটাগুড়ি দিয়ে যাওয়ার সময় তাঁদের ওপর হামলা চালায় তৃণমূলের লোকজন। ভাঙচুর চলে বেশ কয়েকটি গাড়িতেও। বিজেপির অভিযোগ, অশান্তির সময় পুলিস ছিল কার্যত নীরব দর্শক। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এরপর নাজিরহাটেও লকেট চ্যাটার্জির গাড়ি আটকানো হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।

Updated By: May 13, 2017, 05:05 PM IST
দিনহাটায় বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকে দু জায়গায় আটকানোর অভিযোগ

ওয়েব ডেস্ক: কোচবিহারের দিনহাটায় বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি -কে দু জায়গায় আটকানোর অভিযোগ। কিছুদিন ধরেই তৃণমূল - বিজেপি সংঘর্ষে অশান্ত দিনহাটা । বিজেপির অভিযোগ, তাঁদের কার্যালয় ভাঙচুর হয়। আক্রান্ত হন তাঁদের দলীয় কর্মীরাও।  এরপরই আজ দিনহাটা যায় জয়প্রকাশ মজুমদার ও লকেট চ্যাটার্জি -র নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল। অভিযোগ ভ্যাটাগুড়ি দিয়ে যাওয়ার সময় তাঁদের ওপর হামলা চালায় তৃণমূলের লোকজন। ভাঙচুর চলে বেশ কয়েকটি গাড়িতেও। বিজেপির অভিযোগ, অশান্তির সময় পুলিস ছিল কার্যত নীরব দর্শক। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এরপর নাজিরহাটেও লকেট চ্যাটার্জির গাড়ি আটকানো হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।

কানপুরের পর আইপিএল বেটিংয়ের দায়ে ফের ছ'জন গ্রেফতার গাজিয়াবাদ থেকে

.