Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্পে যান, আহ্বান জিতেন্দ্র-পত্নী ও বিজেপি কাউন্সিলর চৈতালির

 চৈতালির বক্তব্য, রাজ্যের ২ কোটি ৩৮ লাখ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। তাদের করের পয়সা রাজ্যের কোষাগারে জমা পড়েছে

Updated By: May 17, 2022, 05:45 PM IST
Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্পে যান, আহ্বান জিতেন্দ্র-পত্নী ও বিজেপি কাউন্সিলর চৈতালির

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। নিজেদের পড়ে থাকা কাজ শেষ করতে দলের সমর্থদের সেই শিবিরে যাওয়ার জন্য সওয়াল করলেন আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ও জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। সোশ্যাল মিডিয়ায় তিনি এক পোস্ট করে ওই আবেদন করেছেন ওয়ার্ডের বাসিন্দাদের কাছে।

নরেন্দ্র মোদী ও জেপি নাড্ডার ছবি দিয়ে পোস্ট করা একটি লিফলেটে চৈতালি লিখেছেন, রাজ্য সরকার যে দুয়ারে সরকার শিবির চালাচ্ছে সেখানে গিয়ে তাঁর ওয়ার্ডের মানুষজন যেন সরাকরি প্রকল্পের সুবিধে নেন।

এনিয়ে চৈতালির বক্তব্য, রাজ্যের ২ কোটি ৩৮ লাখ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। তাদের করের পয়সা রাজ্যের কোষাগারে জমা পড়েছে। তাহলে তারা কেন রাজ্য সরকারের প্রকল্পের সুবিধে নেবেন না!

আরও পড়ুন-আত্মহত্যা মানতে নারাজ, খুনের অভিযোগ দায়ের করতে থানায় পল্লবীর পরিবার, সঙ্গে আইনজীবী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.