BJP Leader Death: রাজনৈতিক খুন নাকি পেছনে মহিলাঘটিত কারণ, পার্টি অফিসেই মিলল বিজেপি নেতার রক্তাক্ত দেহ

BJP Leader Death: পৃথ্বীরাজের বাবা বলেন, বড়ছেলে সোমবার রাজনীতির কাজে বাইরে গিয়েছিল। সোমবার, মঙ্গলবার পেরিয়ে গেল। বুধবারও ফিরল না। তখন আমার অন্য ছেলেকে বললাম ফোন করে দেখতে। ও ফোন করে দেখল সব মোবাইল বন্ধ

Updated By: Nov 9, 2024, 09:54 PM IST
BJP Leader Death: রাজনৈতিক খুন নাকি পেছনে মহিলাঘটিত কারণ, পার্টি অফিসেই মিলল বিজেপি নেতার রক্তাক্ত দেহ

নকীবউদ্দিন গাজি: বিজেপি পার্টি অফিস থেকেই উদ্ধার হল দলের নেতার মৃতদেহ। টানা চারদিন নিখোঁজ ছিলেন ওই নেতা। দক্ষিণ ২৪ পরগনার উস্তির দ্বীপের মোড়ের পার্টি অফিসেই পাওয়া যায় তার মৃতদেহ। দলের সোশ্যাল মিডিয়ায় বিজেপির কনভেনার ছিলেন পৃথ্বীরাজ নস্কর নামে ওই নেতা। ওই খুনের পেছনে রাজনৈতিক কারণ করছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে।

আরও পড়ুন-'মা ওরা আমাকে বাঁচতে দেবে না', কালনায় ছাত্রীর রহস্যমৃত্যু...

পৃথ্বীরাজের বাবা বলেন, বড়ছেলে সোমবার রাজনীতির কাজে বাইরে গিয়েছিল। সোমবার, মঙ্গলবার পেরিয়ে গেল। বুধবারও ফিরল না। তখন আমার অন্য ছেলেকে বললাম ফোন করে দেখতে। ও ফোন করে দেখল সব মোবাইল বন্ধ। বুধবার কোনও একটা সময়ে ওর তিনটি মোবাইল খোলা হয়, আবার বন্ধও করে দেওয়া হয়। ছোট ছেলে ও জামাই বিজেপির অফিসে খোঁজ নিতে গেল। কিন্তু সামনের গেটে তালা দেওয়া ছিল। এরপর ওরা পার্টি অফিসের দক্ষিণ দিকের জানালা দিয়ে উঁকি মারে, দেখে একটি রক্তাক্ত মৃতদেহ চাদর দিয়ে মোড়া রয়েছে। এটি একটি রাজনৈতিক খুন। এর পেছনে তৃণমূল ছাড়া আর কে থাকতে পারে?

অন্যদিকে, তৃণমূলের দাবি ওই ঘটনার পেছনে তৃণমূলের কোনও ভূমিকা নেই। এর পেছন কোনও মহিলা ঘটিত কারণ থাকতে পারে। পুলিস সূত্রে খবর, ওই বিজেপি নেতার যৌনাঙ্গ কাটা হয়েছে। তার পরে তাকে খুন করা হয়েছে। সবে মিলিয়ে এটি কোনও রাজনৈতিক খুন নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে চাপানউতোর চলছে।

এনিয়ে বিজেপি নেতার ভাই সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেন। এনিয়ে সুকান্ত মজুমদার বলেন, বিজেপির সোশ্যাল মিডিয়ার কনভেনার ছিল ওই যুবক। নিরীহ ছেলে। কারও সঙ্গে তার কোনও গোলমাল ছিল না। সে খুন হয়েছে। তাকে খুন করে পার্টি অফিসে রেখে যাওয়া হয়েছে বা পার্টি অফিসেই খুন করা হয়েছে। জানি না কী হয়েছে। তদন্ত করলেই বোঝা যাবে। ওর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা দেখছি যাতে মৃতদেহটি কোনও কেন্দ্রীয় সংস্থায় পোস্টমর্টেম করা যায় কিনা। আমরা চাইছি সঠিক তদন্ত হোক। অপরাধীরা শাস্তি পাক।

এদিকে পুলিসের দাবি, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে বলেন, প্রণয় ঘটিত কারণে এক মহিলার পৃথ্বীরাজের যৌনাঙ্গে আঘাত করায় খুন হয়েছে। সুজাতা পোদ্দার নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে রবিবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.