বামেদের চেয়েও খারাপ তৃণমূল, বিজেপি-ই বিকল্প: অমিত শাহ
পঞ্চায়েত-লোকসভা-বিধানসভা। বিজেপির বাংলা দখলের রোড ম্যাপ বাতলে দিলেন অমিত শাহ। জমি তৈরি। শুধু মাটি কামড়ে পড়ে থেকে মানুষের কাছে গেলে পদ্ম ফুটবেই। নেতা-কর্মী-সমর্থকদের ফর্মুলা দিলেন বিজেপি সভাপতি।
ওয়েব ডেস্ক: পঞ্চায়েত-লোকসভা-বিধানসভা। বিজেপির বাংলা দখলের রোড ম্যাপ বাতলে দিলেন অমিত শাহ। জমি তৈরি। শুধু মাটি কামড়ে পড়ে থেকে মানুষের কাছে গেলে পদ্ম ফুটবেই। নেতা-কর্মী-সমর্থকদের ফর্মুলা দিলেন বিজেপি সভাপতি।
নকশালবাড়ির মতো প্রান্তিক এলাকা দিয়ে রাজ্য সফর শুরু। আদিবাসী পরিবারে পাত পেড়ে মধ্যাহ্নভোজন। এলাকাবাসীর দরজায় কড়া নেড়ে জনসংযোগ। বুথ স্তরের কর্মীদের নিয়ে বৈঠক। নিঁখুত চিত্রনাট্যে বঙ্গ বিজেপিকে অমিত শাহ বোঝাতে চাইলেন বাংলার মসনদ দখলের রাস্তা কী। মঙ্গলবার নকশালবাড়ি দক্ষিণ কোঠিয়াজোত গ্রামে দলের পঞ্চায়েত সদস্যা সাধনা মণ্ডলের বাড়িতে বুথ স্তরের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। বলেন, মানুষের কাছে যেতে হবে। বুথভিত্তিক শক্তিশালী সংগঠন তৈরি করতে হবে। বিজেপি বাংলায় জিতবেই।
নারদে সিবিআই এফআইআর দায়ের করায় চাঙ্গা রাজ্য বিজেপি। দিলীপ ঘোষরা চাইছেন, তৃণমূলের বিরুদ্ধে অল-আউট অ্যাটাকে যাক অশোক রোড। সম্প্রতি, রাজ্যে আসেন একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী। রাজনৈতিক মহল বলছে, বিজেপি কর্মীদের চাঙ্গা করতে একা অমিত শাহ ছাপিয়ে গেলেন তাঁদের।
নকশালবাড়ি থেকে ফিরে সন্ধেয় শিলিগুড়িতে নাগরিক সভায় অংশ নেন বিজেপি সভাপতি। তৃণমূল আমলে রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। উন্নয়নের প্রশ্নেও তোষণের রাজনীতি চলছে বলে অভিযোগ করেন তিনি। অমিত শাহের সফরের দিনই বিজেপির হাত শক্ত না করার কথা শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। যদিও, এ দিনই উত্তরবঙ্গে ঘাসফুলের টিকিটে জেতা প্রথম বিধায়ক অশোক মণ্ডল গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন।