পশ্চিম বর্ধমানে দলীয় কর্মী খুনের প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি

পশ্চিম বর্ধমানের কাঁকসায় বিজেপিকর্মী খুনের ঘটনায় মঙ্গলবার দুর্গাপুর মহকুমা এলাকায় ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি। 

Updated By: Dec 10, 2018, 05:41 PM IST
পশ্চিম বর্ধমানে দলীয় কর্মী খুনের প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি

নিজস্ব প্রতিবেদন: পশ্চিম বর্ধমানের কাঁকসায় বিজেপিকর্মী খুনের ঘটনায় মঙ্গলবার দুর্গাপুর মহকুমা এলাকায় ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি। 

সন্দীপ ঘোষ নামে ওই বিজেপি কর্মীর বাড়ি কাঁকসার সরস্বতীগঞ্জ গ্রামে। রবিবার রাতে বিজেপির একটি বুথ মিটিং ছিল সরস্বতীগঞ্জ মোড়ে। সেই মিটিং শেষ হতে রাত হয়ে যায়। মিটিং শেষে হয় খাওয়াদাওয়াও। সবকিছু মিটতে রাত দশটা পেরিয়ে যায়। তার পরেই বাড়ি ফেরার জন্য মিটিং থেকে বের হয় সন্দীপ।

সোমবার আসানসোল জেলা হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত হয়। এর পর দেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুরে। সেখানে এক সভায় পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুই মঙ্গলবারের বনধের ডাক দেন। 

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে ইস্তফা দিলেন উর্জিত প্যাটেল

বিজেপির অভিযোগ, রাজ্যে বিজেপির উত্থান রুখতে ব্যক্তিহত্যা শুরু করেছে তৃণমূল। এভাবে বিজেপি কর্মীদের মনোবল টলানো যাবে না বলে হুঙ্কার দিয়েছেন লক্ষ্মণবাবু।   

.