নবদ্বীপে বিজেপির বিরুদ্ধে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ
নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রামপঞ্চায়ের প্রাণগোপাল নগরে ৩৭ নম্বর বুথে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের পার্টি অফিস আক্রমণ করে।
নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক হিংসা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। একের পর তৃণমূল কার্যালয় দখল করছে বিজেপি। এবার হিংসার খবর এল নদিয়া নবদ্বীপ থেকে।
নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রামপঞ্চায়ের প্রাণগোপাল নগরে ৩৭ নম্বর বুথে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের পার্টি অফিস আক্রমণ করে। ছেঁড়া হয় ফ্লেক্স ব্যানার।
ভাঙচুর করা হয় আসবাবপত্র। ভোটে পিছিয়ে পড়ায় বারাসতের কদম্বগাছিতে রাস্তায় ইট তুলে ফেলল তৃণমূল
যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, বিজেপি নয়, গোষ্ঠীদ্বন্দের জেরে তৃণমূল কার্যালয়ের ভাঙচুর চালিয়েছে তৃণমূলেরই অন্য গোষ্ঠী। ঘটনার তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিস।