'অভিমানে ঘর ছাড়ি, ফিরে ভালো লাগছে', বিজেপি ছেড়ে ফের তৃণমূলে বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য

২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপি শিবিরে নাম লেখান।

Reported By: কমলিকা সেনগুপ্ত | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Aug 28, 2020, 01:33 PM IST
'অভিমানে ঘর ছাড়ি, ফিরে ভালো লাগছে', বিজেপি ছেড়ে ফের তৃণমূলে বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : বিজেপির সঙ্গে সম্পর্কে ইতি। ফের তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য।  আজ বাঁকুড়ার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরার হাত ধরে ফের তৃণমূলে ফিরলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে বাম-কংগ্রেস জোটের পক্ষে কংগ্রেসের টিকিটে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হন তুষারকান্তি ভট্টাচার্য। কিন্তু বিধায়ক হওয়ার পরেই ২০১৬ সালের ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগ দেন তিনি।  এরপর ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আবার তুষারকান্তি ভট্টাচার্য দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান।

আজ ফের তিনি তৃণমূলে ফিরে আসেন। এদিন তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন তাঁর বেশ কয়েকজন অনুগামী। তৃণমূলে যোগ দিয়েই তুষারকান্তি ভট্টাচার্য বলেন, একদিন অভিমানে ঘর ছেড়ে চলে গিয়েছিলেন তিনি।  আজ ফের নিজের ঘরে ফিরতে পেরে ভালো লাগছে। বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্যকে দলে স্বাগত জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা। 

আরও পড়ুন,অযোধ্যায় ভাঙা হল ২৫০ বছরের পুরনো সীতা রসোই, গুঁড়িয়ে দেওয়া হবে এক ডজন মন্দির

.