Katwa Hospital: বিরিয়ানির বিল ৩ লক্ষ টাকা! কাটোয়া হাসপাতালে আর্থিক দুর্নীতির পর্দাফাঁস

কাঠগড়ায় হাসপাতালের পূর্বতন সুপার।

Updated By: May 14, 2022, 06:27 PM IST
Katwa Hospital:  বিরিয়ানির বিল ৩ লক্ষ টাকা! কাটোয়া হাসপাতালে আর্থিক দুর্নীতির পর্দাফাঁস

নিজস্ব প্রতিবেদন: রোগীদের বিরিয়ানি খাওয়ানোর খরচ ৩ লক্ষ টাকা! গাছ ও আসবাবের নামেও 'ভুয়ো বিল'। কাঠগড়ায় পূর্বতন সুপার। বড়সড় আর্থিক কেলেঙ্কারি পর্দাফাঁস পূর্ব বর্ধমানের কাটোয়া হাসপাতালে।

জানা গিয়েছে, সদ্য কাটোয়া হাসপাতালের সুপারের দায়িত্ব নিয়েছেন সৌভক আলম। তাঁর আগে সুপার ছিলেন রতন শাসমল।  নতুন সুপারের কাছে একগুচ্ছ বিল জমা পড়েছে। কোনও বিলেরই নাকি টাকা দেওয়া হয়নি! শুধু তাই নয়, দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়ার কিংশুক মণ্ডল নামে ঠিকাদার চাপ দিচ্ছেন বলেও অভিযোগ।

আরও পড়ুন: হাসপাতাল থেকে নিখোঁজ পোষ্য, সন্ধান পেতে লিফলেট বিলি পরিবারের

কীসের বিল? টাকাইবা মেটানো হয়নি কেন? বিলগুলি যখন পরীক্ষা করেন কাটোয়া হাসপাতালের সুপার সৌভক আলম, তখন দেখেন শুধুমাত্র বিবিয়ানি বিলই ৩ লক্ষ টাকা! গাছ, আসবাবপত্রের বিলেও টাকার অঙ্ক নেহাতই কম নয়। 'ওয়ার্ক ডান' লিখে ওই বিলগুলিতে সই করেছেন পূর্বতন সুপার রতন শাসমল। এরকম অন্তত ৮১ টি বিলে 'অসঙ্গতি' ধরা পড়ে।

গত বৃহস্পতিবার কাটোয়া হাসপাতালের রোগী কল্য়াণ সমিতির বৈঠক ডাকেন সুপার সৌভক আলম। কিন্তু সমিতির সদস্যরা সেভাবে কোনও তথ্য দিতে পারেননি। তাহলে কীভাবে এত টাকা বিল জমা পড়ল? তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দোষীদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হবে বলে জানা গিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.