বীরভূমের উত্তর থেকে দক্ষিণে থিমের লড়াই

Updated By: Sep 24, 2017, 11:37 AM IST

ওয়েব ডেস্ক : পুজোর আনন্দে মেতেছে বীরভূম। জেলার উত্তর থেকে দক্ষিণে নানা থিমের লড়াই।

নবীন ক্লাব সর্বজনীন
থিম: বিশ্বলোকে দেবী দূর্গা
রামপুরহাট শহরের অন্যতম প্রাচীন পুজো নবীন ক্লাব সর্বজনীন।  এবছর পা দিল ১৭ বছরে।  পুজোর থিম বিশ্বলোকে দেবী দুর্গা। মণ্ডপ থেকে দেবী প্রতিমা সবেতেই তুলে ধরা হয়েছে এই থিম।

তরুণের আহ্বান
থিম: কাল্পনিক মন্দির
এবার ৬১ বছরে পা দিল তরুণের আহ্বানের দুর্গাপুজো।  জেলার মধ্যে জরি দিয়ে মণ্ডপ তৈরিতে এঁরাই পথিকৃত্‍। এবার কর্নাটকের মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ।

অগ্রণী সমাজ
থিম: ওপারের সাজে-এপারের পুজো
উত্‍সব মানেই একাত্মবোধ,সৌর্হাদ্য..অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির উন্মেষ।  দুই বাংলার জীবন ধারা..সংস্কৃতির যে মিল সেটাই ফুটে উঠেছে মণ্ডপে। বিলুপ্ত হতে বসা হ্যারিকেনের আলোয় চোখে পড়বে আলপনা। আবহ তৈরি করতে থাকছে ভাটিয়ালি, লালনের গান।  টানা দুমাসের পরিশ্রমে তিল তিল করে মণ্ডপ গড়ে তুলেছে বর্ধমান আর্ট কলেজের ছাত্রছাত্রীরা। মূর্তি গড়েছেন যামিনী পালের পৌত্র অসীম পাল।

মকরমপুর বন্ধু মহল
থিম: ধর্মের মেলবন্ধন
হিন্দু ও বৌদ্ধ ধর্মের মেলবন্ধন থিম বোলপুরের মকরমপুর বন্ধু মহলের পুজোর। জেলার অন্যতম নডরকাড়া এই পুজো এবছর ৩৩ বছরে পা দিল। সূক্ষ কারুকাজের প্যাণ্ডেল তৈরি করেছেন শিল্পীরা। বাজেট ৭ লক্ষ টাকা।

আরও পড়ুন, পুজো ম্যানিয়া শুরু; প্রতিমা থেকে মণ্ডপসজ্জায় চমক দিতে প্রস্তুত বারাসত

.