আমি যে ঘোড়া ছিলাম সেই ঘোড়াই আছি, সুস্থ হয়ে বোলপুর ফিরে বললেন Anubrata

গত ২৭ মে আচমকাই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। বোলপুর থেকে অনুব্রতকে আনা হয় কলকাতায়।

Updated By: Jun 2, 2021, 07:00 PM IST
আমি যে ঘোড়া ছিলাম সেই ঘোড়াই আছি, সুস্থ হয়ে বোলপুর ফিরে বললেন Anubrata

নিজস্ব প্রতিবেদন: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। গত ২৭ মে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে আনা হয় কলকাতায়।

আরও পড়ুন-IAS-IPS বদলি নিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

বুধবার কলকাতা থেকে বোলপুরের(Bolpur) নিজের বাড়িতে ফেরেন অনুব্রত। বাড়ি ফিরে তাঁর দাবি, আমি যে ঘোড়া ছিলাম। সেই ঘোড়াই আছি।

স্ত্রী প্রয়াত,বোলপুরে একমাত্র মেয়ে সঙ্গে থাকেন অনুব্রত(Anubrata Mandal)। দলের কাজে ব্যস্ত থাকেন সর্বক্ষণ। তবে,শারীরিকভাবে খুব একটা সুস্থ নন বীরভূমের দাপুটে এই তৃণমূল নেতা। পরিবারের সূত্রে খবর, হাই সুগার, প্রেশারের মতো একাধিক শারীরিক সমস্যা রয়েছে অনুব্রতের। গত ২৭ মে আচমকাই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। প্রথমে বোলপুরে এক চিকিত্‍সককে দেখানো হয়। এক্স রে-তে বুকে সংক্রমণ ধরা পড়ে। এরপরই বোলপুর থেকে অনুব্রতকে আনা হয় কলকাতায়। এদিন সন্ধ্যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকটি টেস্ট হয় অনুব্রতের। তার পর থেকে তিনি কলকাতাতেই ছিলেন।

আরও পড়ুন- চলতি কোভিড-ঢেউ নিয়ে কেন্দ্রের দাবি, চূড়ান্ত খারাপ সময় পেরিয়ে এসেছে দেশ  

বুধবার অনুব্রত মণ্ডল বলেন, প্রথম সবাই ভেবেছিল আমার করোনা হয়েছে। এনিয়ে একাধিক টেস্ট করা হয়। তার সবই নেগেটিভ হয়েছে।

.