বিজেপি নেতার বাড়িতে হামলা, স্ত্রীকে অপহরণের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Updated By: Oct 17, 2017, 02:30 PM IST
নিজস্ব প্রতিবেদন: শাসক দলে যোগ দিতে হবে, না হলে তুলে নিয়ে যাওয়া হবে স্ত্রীকে। অভিযোগ, এমনই হুমকি পেয়েছেন দুবরাজপুরের বিজেপি ব্লক সভাপতি উজ্জ্বল বাগদি।
এখানেই শেষ নয়। সদাইপুরের ভোরা গ্রামে ওই বিজেপি নেতার বাড়িতে রীতিমতো হামলা চালানো হয় বলেও অভিযোগ। পাশাপাশি, উজ্জ্বল বাগদি, তাঁর মা ও কাকিমাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা সনাতন সাহা আর তাঁর অনুগামীদের বিরুদ্ধে। বাড়ির মহিলাদের বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে।
মারধরের ঘটনায় জখমদের নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে। এদিকে মঙ্গলবারই সিউড়ি যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সফরের আগে এই হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই জয়ঢাক বাজানোর কথা বলেছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।