এক্সক্লুসিভ: ‘দম থাকলে সামনে এসে লড়ে দেখান’, গুরুংকে চ্যালেঞ্জ তামাংয়ের
দম থাকলে সামনে এসে লড়ে দেখান।
কমলিকা সেনগুপ্ত: শান্তি-শৃঙ্খলার খোঁজে মঙ্গলবার দুপুরে পাহাড়ে সর্বদল বৈঠক। তার আগেই বিমল গুরুংকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিনয় তামাং। সঙ্গে তুললেন একগুচ্ছ প্রশ্নও। পাহাড়ে সর্বদল বৈঠকের ঠিক আগে ২৪ ঘণ্টার প্রতিনিধিকে একান্ত সাক্ষাত্কারে বিমলের উদ্দেশে বিনয়ের হুঙ্কার, ‘দম থাকলে সামনে এসে লড়ে দেখান।’
আরও পড়ুন: পাহাড়ে মমতা, সর্বদল বৈঠকের পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
বিমল গুরুংয়ের টাকার উত্স নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তামাংয়ের প্রশ্ন, ‘হরিশ সালভেকে কীভাবে আইনজীবী রেখেছেন গুরুং? এত টাকা কোথা থেকে আসছে? আম্বানি যাঁকে আইনজীবী রেখেছিলেন, যিনি প্রতিটি শুনানিতে ২ কোটি টাকা নেন, তাঁকে আইনজীবী হিসাবে নিয়োগ করার সামর্থ আদৌ কি আছে বিমল গুরুংয়ের? ’
বিনয় তামাং বলেন, ‘ওঁরা খুন করেছেন, রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন। দলবিরোধী কাজ করায় আমরা গোর্খা জনমুক্তি মোর্চা থেকে ওঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও দাবি করেন, ‘গুরুং এখন নিঃস্ব, তাঁর সমর্থকের সংখ্যা এখন শূন্য।‘
আরও পড়ুন: বিধানভবনে শেষ শ্রদ্ধা প্রিয়কে, হাজির বাম-বিজেপি নেতৃত্ব
গুরুংয়ের অন্তর্ধানের পর পাহাড়ের রাজনীতির রাশ এখন বিনয় তামাংয়ের হাতে। সৌজন্যে রাজ্য সরকার। দীর্ঘ ছ’মাসের অস্থিরতার পথে অবশেষে পাহাড়ে ফিরছে শান্তি। কোণঠাসা হচ্ছে জাতিসত্ত্বার জিগির।