‘সুপ্রিম স্বস্তি’র পরই ‘দিল্লি চলো’র বার্তা গুরুংয়ের

‘প্রথমে দিল্লি যাব, পরে পাহাড়ে ফিরব। দিল্লি থেকে পাহাড়ে ফিরে জনতার দরবারে দাঁড়াব।’ 

Updated By: Nov 21, 2017, 05:14 PM IST
‘সুপ্রিম স্বস্তি’র পরই ‘দিল্লি চলো’র বার্তা গুরুংয়ের

নিজস্ব প্রতিনিধি:  সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পাওয়ার পরই অডিও বার্তা দিলেন বিমল গুরুং।  পাহাড়ে ফিরতে মরিয়া গুরুং এতদিন খড়কুটো খুঁজছিলেন। সু্প্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে এদিন অডিও বার্তায় জানান, প্রথমেই পাহাড়ে নয়, দিল্লি যাবেন তিনি।

আরও পড়ুন: এক্সক্লুসিভ: ‘দম থাকলে সামনে এসে লড়ে দেখান’, গুরুংকে চ্যালেঞ্জ তামাংয়ের

অডিও বার্তায় গুরুং তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন ‘প্রথমে দিল্লি যাব, পরে পাহাড়ে ফিরব। দিল্লি থেকে পাহাড়ে ফিরে জনতার দরবারে দাঁড়াব।’ মূলত জেলবন্দি মোর্চা নেতাদের আইনি সাহায্যের জন্যই দিল্লি যাবেন তিনি। পাহাড়ে শান্তি বজায় রাখার জন্যও এদিন অডিও বার্তায় সমর্থকদের কাছে আবেদন জানান তিনি।

আরও পড়ুন: পাহাড়ে মমতা, সর্বদল বৈঠকের পাঁচটি গুরুত্বপূর্ণ দিক

আগামী দু’সপ্তাহ গুরুংয়ের বিরুদ্ধে রাজ্য পুলিশ বা অন্য কোনও সরকারি সংস্থা কোনও রকম পদক্ষেপ করতে পারবে না বলে সোমবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত স্বস্তি পেলেও গুরুংঙের পার পেয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলেও মনে করচে আইনজীবীদের একাংশ। তাই আদালত থেকে মেলা এই সময়কে আইনি লড়াইয়ে কাজে লাগাতে চান গুরুং। 

.