দিল্লিতে গ্রেফতার ভারতী ঘোষের সহযোগী

২০১৬-য় নোটবন্দির সময়ে ব্যাপক হারে বাজার থেকে নগদ তুলেছিলেন সুজিত মণ্ডল।

Updated By: Dec 22, 2018, 06:39 PM IST
দিল্লিতে গ্রেফতার ভারতী ঘোষের সহযোগী

নিজস্ব প্রতিবেদন: দিল্লি থেকে গ্রেফতার ভারতী ঘোষের সহযোগী। আজ সকালে সুজিত মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি।

আরও পড়ুন, ফের শুটআউট বীরভূমে, গুলিবিদ্ধ প্রাক্তন পুরপ্রধানের ছেলে  

পশ্চিম মেদিনীপুরের দাসপুরের তোলাবাজির মামলায় অভিযুক্ত সুজিত মণ্ডল। অভিযোগ, হুমকি দিয়ে, ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তুলতেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। তাঁকে সহযোগিতা করতেন সুজিত মণ্ডল।

আরও পড়ুন, ভরসন্ধ্যায় শুটআউট উলুবেড়িয়ায়, নিহত অটোচালক

২০১৬-য় নোটবন্দির সময়ে ব্যাপক হারে বাজার থেকে নগদ তুলেছিলেন সুজিত মণ্ডল। স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা তোলা আদায় করা হত। এই মামলায় এর আগেও বেশ কয়েকজন পুলিস অফিসারকে গ্রেফতার করেছে সিআইডি। মামলার প্রধান অভিযুক্ত প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এখনও ফেরার। 

ডালহৌসির একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে হদিশ মিলেছে সুজিত মণ্ডলের একটি অ্যাকাউন্টের। সিআইডি সূত্রে খবর, গত দুই মাসে ওই অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা জমা হয়েছে। যে অ্যাকাউন্ট থেকে এই টাকা জমা হয়েছে সেটি একটি জমি বিকিকিনি এজেন্সির।

লেনদেন সংক্রান্ত নথি পরীক্ষা করতে গিয়ে সিআইডি জানতে পেরেছে মাস দুয়েক আগে সুজিত মণ্ডল নিজে ওই ব্যাঙ্কে গিয়ে কিছু টাকা তুলেছিলেন। কোথা থেকে কেন এই বিপুল পরিমাণ টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

.