ফের ১৮৯ WBCS অফিসারকে বদলির নির্দেশ রাজ্য সরকারের

গত ২ নভেম্বর রাজ্যের ৭ জেলার জেলাশাসক রদবদল করেছিল রাজ্য সরকার

Reported By: সুতপা সেন | Updated By: Nov 11, 2020, 07:22 PM IST
ফের ১৮৯  WBCS অফিসারকে বদলির নির্দেশ রাজ্য সরকারের

নিজস্ব প্রতিবেদন: মাসের শুরুতেই রাজ্যে ৭ জেলার জেলাশাসককে অন্যত্র বদলি করেছিল রাজ্য সরকার। এবার একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বদলি করা হল প্রায় দুশো WBCS অফিসারকে।

আরও পড়ুন-২০২১ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জরুরি ঘোষণা, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

নবান্নর তরফে রাজ্যের মোট ১৮৯  WBCS অফিসারকে বদলির নির্দেশিকা জারি করা হয় বুধবার। নবান্ন সূত্রে খবর, ওইসব বদলি একেবারে রুটিন বদলি। গত ৩ বছর ধরে একই পদে ছিলেন ওইসব অফিসাররা। নিয়ম অনুয়ায়ী তাদের বদলি হওয়ারই কথা ছিল। পাশপাশি, নির্বাচনের আগে এরকম বদলি রুটিন বিষয়।

আরও পড়ুন-ডিসেম্বর-জানুয়ারিতে শূন্যপদে শিক্ষক নিয়োগ, নতুন করে টেট পরীক্ষা: মমতা

উল্লেখ্য, বুধবার ১৮৯ WBCS অফিসারের বদলির নির্দেশ জারি হলেও এর আগে আরও ১৯২ WBCS অফিসারের বদলির নির্দেশ জারি করা হয়।  সবে মিলিয়ে গত কয়েক  দিনে মোট ৪০০ WBCS অফিসারকে বদলি করা হল।

উল্লেখ্য, গত ২ নভেম্বর রাজ্যের ৭ জেলার জেলাশাসক রদবদল করেছিল রাজ্য সরকার।

.