আত্মসমর্পণকারী ২২০ মাওবাদীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার

বিধানসভা নির্বাচনের আগে আন্দোলন নেমেছিল প্রাক্তন মাওবাদীরা

Updated By: Aug 2, 2021, 07:01 PM IST
আত্মসমর্পণকারী ২২০ মাওবাদীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন: আত্মসমর্পণকারী ২২০ মাওবাদীকে চাকরি দিল রাজ্য সরকার। সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যের ৪ জেলার ওইসব মাওবাদীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুন-কোনও প্রতিদ্বন্দ্বী নেই, রাজ্যসভায় যাচ্ছেন Mamata-র Jawhar

মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠান থেকে পুরুলিয়ার ১৯ জন, ঝাড়গ্রামের ৮০ জন, পশ্চিম মেদিনীপুরের ১১০ জন ও বাঁকুড়ার ১১ জনকে নিয়োগপত্র দেওয়ার কথা ঘোষণা করা হয়।

এদিন ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিল পুরুলিয়া-সহ অন্যান্য জেলার প্রাক্তন মাওবাদীরা। অনুষ্ঠান শেষে তাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন জেলাশাসক ও জেলা পুলিস সুপার।

আরও পড়ুন-পাখির চোখ ত্রিপুরা, দেড় বছরে উন্নয়নের সরকার, তারিখ লিখে রাখুন, চ্যালেঞ্জ Abhishek-র

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ওই জেলার প্রাক্তন মাওবাদীরা আন্দোলন নেমেছিল। দাবি-দাওয়া নিয়ে ঝাড়গ্রাম জেলা সহ বেশ কিছু জেলায় জেলা শাসকের কাছে বিক্ষোভ দেখিয়ে ছিল তারা। এখন চাকরি পেয়ে খুশি প্রাক্তন মাওবাদীরা। আগামিকাল থেকে বিভিন্ন থানায় তাদের ট্রেনিং শুরু হবে বলে জানান ঝাড়্রামের পুলিস পুলিস সুপার বিশ্বজিৎ ঘোষ।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.