মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে পুলিসি হানা, কোনওমতে পালালেন গুরুং
ওয়েব ডেস্ক : মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে পুলিসি হানা। গ্রেফতার করা হল সাবিত্রী রাই সহ মোর্চার ১৪ জনকে। কোনওরকমে পালিয়ে বাঁচলেন মোর্চা সভাপতি বিমল গুরুং। লুক আউট নোটিস জারি করা হল বিমল গুরুং ও রোশন গিরিদের বিরুদ্ধে।
আজ সিকিমের নামচিতে গোপন ডেরায় বৈঠকে বসে মোর্চার কেন্দ্রীয় কমিটি। রাজ্য পুলিসের কাছে খবর ছিল, সিকিমেই আত্মগোপন করে রয়েছেন বিমল গুরুং। সেইমত সকাল থেকেই শুরু হয় তল্লাসি। অতঃপর নামচিতে বৈঠকে হানা দেয় বেঙ্গল পুলিসের স্পেশ্যাল কম্যান্ডো টিম। সূত্রের খবর, ২৫ থেকে ৩০ জন উপস্থিত ছিলেন বৈঠকে। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে আবার UAPA আইনে মামলা রয়েছে।
এদিকে, বনধ প্রত্যাহার আরও তীব্র মোর্চার ভিতরের অন্তর্দ্বন্দ্ব। স্পষ্ট ফাটল। পাহাড়ের জনজীবন স্বাভাবিক করতে তত্পর মধ্যপন্থী নেতা বিনয় তামাং। কিন্তু বনধ নিয়ে অনড় বিমল গুরুং। আজও সকাল থেকে বন্ধ সমস্ত হোটেল, দোকানবাজার। মোর্চার বিক্ষোভে থমথমে পাহাড়। বৃহস্পতিবার রাতে মোর্চা নেতা বিনয় তামাংয়ের বাড়িতে হামলা হয়। ভাঙচুর করা হয় বিনয়ের বাড়ি।
আরও পড়ুন, পাহাড়ে বনধ প্রত্যাহার নিয়ে প্রকাশ্যে 'বিমল-বিনয় দ্বন্দ্ব'