চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে আজ অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা বঙ্গ বিজেপির
গত কাল বঙ্গ বিজেপি নেতৃত্বকে ডাকা হয়েছিল দিল্লিতে। কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশদের সঙ্গে টানা বৈঠক হয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। জানা যায়, চূড়ান্ত সিদ্ধান্তে এখনও পর্যন্ত পৌঁছনো যায়নি
নিজস্ব প্রতিবেদন: বাংলায় কার্যত চারমুখী লড়াই হতে চলেছে। প্রথমেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। কংগ্রেস, বামদের তরফে করা হয়েছে আংশিক। কিন্তু এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে ব্যর্থ বঙ্গ বিজেপি। তৃণমূল যখন দাপিয়ে জেলায় জেলায় নির্বাচনী প্রচার সারছে, তখন দিল্লির ৬-এ দীন দয়্যাল উপাধ্যায় মার্গের বিজেপির সদর দফতরে হাপিত্যেশ করে বসে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়রা। দু’দিন ধরেই জল্পনা চলছে, আজকেই প্রকাশ হতে পারে প্রার্থী তালিকা। কিন্তু দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্তে অমিত শাহেরা পৌঁছতে পারেনি বলে জানা যাচ্ছে।
গত কাল বঙ্গ বিজেপি নেতৃত্বকে ডাকা হয়েছিল দিল্লিতে। কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশদের সঙ্গে টানা বৈঠক হয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। জানা যায়, চূড়ান্ত সিদ্ধান্তে এখনও পর্যন্ত পৌঁছনো যায়নি। ফের আজ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ দিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেন অমিত শাহ।
আরও পড়ুন- তৃণমূল প্রার্থী মুনমুন সেনের নামে দেওয়াল লিখনের ওপর কালি, অভিযুক্ত বিজেপি
সূত্রের খবর, বিজেপিতে আসা আগন্তুকদের প্রার্থী করার পক্ষে সওয়াল করেছেন বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি, এলাকায় দলের দীর্ঘদিনের কর্মীদের গুরুত্ব দিতে আগ্রহী রাজ্যের বিজেপি নেতৃত্ব। কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরএসএস-র পর্যবেক্ষণও দেখা হচ্ছে। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে আলোচনা চালিয়ে আরএসএস-র তরফে একটি রিপোর্ট পেশ করা হয়েছে বিজেপির নেতৃত্বের কাছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে অমিত শাহ সিদ্ধান্ত নেবেন বলে সূত্রে খবর।