আগামী সপ্তাহে খুলছে বেলুড়মঠ, একগুচ্ছ বিধিনিষেধ মেনে তবেই অন্দরে প্রবেশ

বিধিনিষেধ সম্পর্কে বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে...

Updated By: Jun 12, 2020, 04:43 PM IST
আগামী সপ্তাহে খুলছে বেলুড়মঠ, একগুচ্ছ বিধিনিষেধ মেনে তবেই অন্দরে প্রবেশ

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ প্রতীক্ষার শেষ। ১৫ জুন অর্থাৎ সোমবার থেকে খুলে যাচ্ছে বেলুড়মঠের দরজা। তবে, আপাতত নিয়ন্ত্রিতভাবে। ভক্তদের মঠ প্রাঙ্গনে ঢুকতে হলে মানতে হবে একগুচ্ছ নিয়ম কানুন। চলতি মাসের শুরুতেই খুলে গিয়েছে বিভিন্ন মন্দির-মসজিদের দরজা। তবে, ভক্তদের জন্য এতদিন বন্ধই ছিল বেলুড়ের দরজা।  এবার উন্মুক্ত হচ্ছে মঠ প্রাঙ্গন। সোমবার থেকে ভক্তদের জন্য নিয়ন্ত্রতভাবে বেলুড়ের দরজা খুলছে। করোনা সংক্রমণ এড়াতে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। 

বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,

* মঠ দর্শনের সময়, সকাল ৯টা থেকে ১১টা এবং বিকাল ৪ টে থেকে সন্ধে ৬টা। 
* থার্মাল গান দিয়ে তাপমাত্রা পরীক্ষার পর মন্দিরে প্রবেশ করা যাবে। তবে, মাস্ক বাধ্যতামূলক।
* ৬৫-র ঊর্দ্ধে ও ১০ বছরের কম শিশুদের মন্দিরে আসতে নিষেধ। 
* প্রত্যেকের জন্য থাকছে স্যানিটাইজারের বন্দোবস্ত। 
* পুরনো মন্দির ও স্বামীজির বাসকক্ষে এখনই প্রবেশ করা যাবে না। সব প্রাঙ্গন দর্শনের জন্য একটিই নির্দিষ্ট পথ তৈরি রাখা হচ্ছে, যেখানে ছয় ফুট অন্তর দূরত্বে চলতে বা দাঁড়াতে হবে ভক্তদের। 
* বর্তমানে প্রসাদ বিতরণ পুরোপুরি বন্ধ থাকছে, গঙ্গায় নামা বা স্নান করা যাবে না। 

দর্শনার্থী বা ভক্তদের কী কী নিয়ম পালন করতে হবে, তা মঠের বিভিন্ন জায়গায় লিখিত আকারে ঝোলানো থাকবে। অডিও রেকর্ডিং বাজানো হবে, ভিডিও ক্লিপিংও ইউটিউব চ্যানেলে  তথ্য দেওয়া থাকবে। পুজো অর্চনার পাশাপাশি দর্শনার্থীদের স্বাস্থ্যের সুরক্ষাই যে এখন সবচেয়ে জরুরি নির্দেশিকায় সেটাই স্পষ্ট করে দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

.