Belur Math: জন্মষ্টমীতে প্রবল ভিড়ের আশঙ্কা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বেলুড় মঠ কর্তৃপক্ষ
মঠ সূত্রে জানা গিয়েছে, যদিও শ্রীকৃষ্ণের জন্মতিথির অনুষ্ঠান ও সমস্ত রীতিনীতি অনুযায়ী পালন করা হবে বেলুড় মঠে
নিজস্ব প্রতিবেদন: করোনা অতিমারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বেলুড় মঠে ভক্তদের প্রবেশ। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে ফের খুলে দেওয়া হয় মঠের প্রবেশদ্বার।
আরও পড়ুন-Jhargram: থামছে না ৩ এক্সপ্রেস ট্রেন, স্টপেজের দাবিতে রিলে অনশন ঝাড়গ্রাম স্টেশনে
পরিস্থিতি বিচার করে বেশ কিছু বিধিনিষেধ মেনে ভক্তদের মঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এরই মধ্যে আগামী সোমবার জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের পুণ্য জন্মতিথি। সেদিন প্রচুর ভক্ত সমাগম হবার সম্ভাবনা। সেকথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বেলুড়মঠ কর্তৃপক্ষ।
করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এর মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থাকছেই। ফলে করোনা সংক্রমণ এড়াতে ওইদিন মঠের ভেতরে ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন-Pandabeswar: পুলিসের জালে 'শোলে'-র সাকরেদ শিবু, উদ্ধার কারবাইন-সহ একাধিক অত্যাধুনিক অস্ত্র
মঠ সূত্রে জানা গিয়েছে, যদিও শ্রীকৃষ্ণের জন্মতিথির অনুষ্ঠান ও সমস্ত রীতিনীতি অনুযায়ী পালন করা হবে বেলুড় মঠে। পুজোর অনুষ্ঠান-সহ অন্যান্য অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হবে। পরের দিন থেকে আবার খুলে দেওয়া হবে বেলুড় মঠ। জন্মাষ্টমীর অনুষ্ঠান দেখা যাবে বেলুরমঠের ইউটিউব চ্যানেলে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)