Basirhat: অঘটন বসিরহাটে! ইটভাটার চুল্লি ভেঙে মৃত ৪ আহত ৫
বুধবার সন্ধ্যায় বছরের প্রথম ইট তৈরির জন্য বসিরহাটের ইটিন্ডায় এলাকায় নিমন্ত্রিত অতিথিদের নিয়ে এই ইটভাটায় চুল্লিতে ফায়ারিং করা হয় আর তখনই ঘটে প্রচন্ড শব্দে বিস্ফোরণ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বসিরহাট ইটিণ্ডায় ইট ভাটায় চুল্লি ভেঙে এখনো পর্যন্ত মৃত চার, আহত অন্তত ৫ জন। চুল্লির ধ্বংসাবশেষে কেউ তলায় আটকে আছে কিনা রাত পর্যন্ত তার খোঁজ চালায় প্রশাসন।
বুধবার সন্ধ্যায় বছরের প্রথম ইট তৈরির জন্য বসিরহাটের ইটিন্ডায় এলাকায় নিমন্ত্রিত অতিথিদের নিয়ে এই ইটভাটায় চুল্লিতে ফায়ারিং করা হয় আর তখনই ঘটে প্রচন্ড শব্দে বিস্ফোরণ।
আরও পড়ুন: Bankura: ‘অভিমান করে বসে থাকবেন না, এইভাবেই আমরা পিছিয়ে যাচ্ছি’, কর্মীদের বার্তা তৃণমূল নেতৃত্বের
মুহূর্তের মধ্যে ওই ইটভাটার চুল্লিটি টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। আকস্মিক এই ঘটনার পর উপস্থিত সকলের লক্ষ্য করে যে ৮-১০ জন লোক মাটিতে শুয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করছে। তাদের মধ্যে কয়েকজনকে দ্রুত বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য বাকিদের অবস্থা খারাপ হয় তাদেরকে কলকাতা স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: Bengal News Live Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর
পুলিস জানিয়েছে এই ঘটনায় প্রথমে তিনজনের মৃত্যু হয়। পরে কলকাতায় নিয়ে যাওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন।
ঘটনার পর দ্রুততার সঙ্গে পুলিস জেসিবি নিয়ে এসে চুলিটির ভাঙা অংশ সরিয়ে ফেলার চেষ্টা করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শোকের ছায়া নেমে আসে এলাকায়।
এই ঘটনায় গুরুতর আহত কমপক্ষে ৩৫ জন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন আহতকে কলকাতার আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)