Bankura: দেশি মদের টানে গ্রামে হাতির তাণ্ডব, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Updated By: Sep 15, 2021, 02:40 PM IST
Bankura: দেশি মদের টানে গ্রামে হাতির তাণ্ডব, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদন: দেশি মদের টানে গ্রামে হানা দিয়ে তাণ্ডব চালাল একটি হাতি (elephant)। মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুর ঘেঁষা বাঁকুড়ার (Bankura) সিমলাপালের ঘটনা। রাতের অন্ধকারে এলাকায় ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ঐ হাতিটি। স্থানীয় দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের পুঁটিয়াদহ গ্রামের ১২টি মাটির বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির হামলায়।

বন দফতর সূত্রে খবর, দিনের বেলায় সাধারণত পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের জঙ্গলেই হাতিটির বসবাস। যদিও দেশি মদের টানে রাতের দিকে প্রায়শই হাতিটি সারেঙ্গা রেঞ্জ এলাকায় ঢুকে পড়ছে। মঙ্গলবার রাতেও লোকালয়ে ঢুকে বারোটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। হামলা চালিয়েছে একটি ওষুধের দোকানে। পাশাপাশি, হাতির হানায় নষ্ট হয়ে গিয়েছে বেশকিছু চাষের জমি।

আরও পড়ুন: Alipore Zoo Reopened: পুজোর আগেই খুলে গেল আলিপুর চিড়িয়াখানা, কোভিডবিধিতে কড়াকড়ি

হাতির হানায় ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা লক্ষীকান্ত মুর্মু জানান, গত ১০-১২ দিন ধরে হাতির উপদ্রবে জেরবার এলাকার মানুষ। জঙ্গলের মধ্যে দিয়ে আড়তে সবজি বিক্রি করতে যেতে হয়। হাতির আতঙ্কে অনেকেই যেতে পারছেন না। কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব হাতিটিকে নির্দিষ্ট স্থানে ফেরানোর ব্যবস্থা করা গেলে ভালো হয়।

সারেঙ্গা রেঞ্জের বন আধিকারিক সুরজিত মজুমদার জানান, হাতির হানায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নতুন করে হাতির আক্রমণ ঠেকাতে বনকর্মীরা সজাগ রয়েছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.