Bankura শিশু পাচারকাণ্ডে আরও তৎপর CID, ৫ অভিযুক্তকে জেরা
জেলে গিয়ে জেরা।
নিজস্ব প্রতিবেদন: বাঁকুড়ায় কালপাথর এলাকায় শিশু পাচারকাণ্ডে কেন্দ্রীয় সরকারি স্কুলের অধ্যক্ষ, শিক্ষিকা-সহ মোট ৯ জনের মধ্যে ৫ জনকে জিজ্ঞাসাবাদ করল CID। তাদের জেলে গিয়ে জেরা করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন কেরিয়ারের নাম উঠে এসেছে। তাঁদের তালিকাও তৈরি করেছেন তদন্তকারীরা।
কিছুদিন আগেই শিশু পাচারকাণ্ডে তদন্তভার হাতে নেয় CID। তদন্ত শুরু করে সিআইডির অ্যান্টি হিউমান ট্রাফিকিং ইউনিট ( AHTU)। এর আগে শিশু পাচারের ঘটনায় জেল হেফাজতে থাকা ছয় অভিযুক্তকে জেরা করেছে CID। জেল হেফাজতে থাকা ওই ছয় অভিযুক্তকে জেরা করে পাচারের বিষয়ে আরও বিষদে জানার চেষ্টা করেন গোয়েন্দারা।
আরও পড়ুন: Weather Update: কালো মেঘে ঢাকল আকাশ, হাওড়া-হুগলি সহ একাধিক জেলায় বাড়বে বৃষ্টি
আরও পড়ুন: আদিবাসী মহিলার সঙ্গে দুর্বব্যবহারের জের, হাসপাতালে ২ জওয়ানকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর
এই ঘটনায় অভিযুক্ত জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমলকুমার রাজোরিয়া-সহ তিন জনকে দফায় দফায় জেরা করেন গোয়েন্দারা। সূত্রের খবর, জেরায় বেশ কিছু তথ্য হাতে আসে। সেই তথ্যগুলির সত্যতা জানতেই জেল হেফাজতে থাকা অন্য ছয় অভিযুক্তকে জেরা করার সিদ্ধান্ত নেয় সিআইডি। প্রায় এক ঘন্টা ধরে জেরা করা হয় উদ্ধার হওয়া পাঁচ শিশুর মা রিয়া বাদ্যকরকে। পরে অন্য পাঁচ অভিযুক্তকেও জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। অন্যদিকে এই পাচার চক্রের জাল কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখতে মূল ৩ অভিযুক্তের মোবাইলের কল রেকর্ডস খতিয়ে দেখা হচ্ছে। শিশু কেনাবেচার ক্ষেত্রে অভিযুক্তদের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়ে নিশ্চিত হতে তাদের ব্যাঙ্ক আকাউন্টও নজরে রয়েছে গোয়েন্দাদের।