Bankura: হাতির হানায় মৃত এক, বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতির হানায় মৃত এক। এই ঘটনার পরেই বিধায়ককে কাছে পেয়ে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা।

হাতির হানায় স্থানীয় এক ব্যাক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপবান্দী এলাকায়। আজ সকালে বাড়ির সামনেই হাতির হানায় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা শম্ভূনাথ মন্ডল নামে ওই ব্যক্তির।

খবর পেয়ে স্থানীয় বিধায়ক আলোক মুখোপাধ্যায় ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এই ঘটনার জন্য বন দফতরকেই কাঠগোড়ায় তুলেছেন বিধায়কও।

আরও পড়ুন: Gojoldoba: রোগী নিয়ে ছুটছে অ্যাম্বুলেন্স; মাঝ রাস্তায় গাড়ির বনেটে আগুন তিস্তা ব্রিজে...

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপবান্দী গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে। দলে থাকা হাতির একটা বড় অংশকে বন কর্মীরা নিজেদের নজরদারির ঘেরাটোপে রাখলেও দুটি হাতি বিচ্ছিন্ন ভাবে স্থানীয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।

আজ ভোরে গোপবান্দীর বাসিন্দা শম্ভূনাথ মন্ডল ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে একেবারে দুটি হাতির সামনে পড়ে যান তিনি। প্রথমে হাতিটি তাঁকে শুঁড়ে করে তুলে মাটিতে আছাড় মারে। পরে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: Dhupguri: প্রেমিকের সঙ্গে লিখিত চুক্তি স্বামীর, বিয়ের সাত বছর পরে নতুন সংসার পাতলেন স্ত্রী

এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিধায়কের দাবী এলাকায় দীর্ঘদিন ধরে হাতি রয়েছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানীর ঘটনাও ঘটছে। কিন্তু বন দফতর হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না।

তাঁর ক্ষোভ চাষীরা ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের আবেদন জানাতে গেলেও তাঁদের হয়রানির শিকার হতে হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

English Title: 
bankura a person died after elephant attacked him people talk against forest department
News Source: 
Home Title: 

হাতির হানায় মৃত এক, বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

Bankura: হাতির হানায় মৃত এক, বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
Caption: 
নিজস্ব চিত্র
Yes
Is Blog?: 
No
Section: