খানাখন্দে ভরা দুর্গাপুরের জওহরলাল অ্যাভিনিউ, সমস্যায় শহরবাসী
ওয়েব ডেস্ক : অটো, স্কুটার হোক বা দামি সেডান। দুর্গাপুরের জওহরলাল অ্যাভিনিউ, আর সর্দার বল্লভভাই প্যাটেলে রোড পার হওয়াটা সকলের কাছেই চ্যালেঞ্জ। ৬ কিলোমিটারের বেশি এই রাস্তা জুড়ে শুধুই খানাখন্দ।
দুর্গাপুরের অন্যতম ব্যস্ত রাস্তা জওহরলাল অ্যাভিনিউ। সেই রাস্তা দিয়ে যেতে হবে, ভাবলেই শিউরে ওঠার মতো দশা হয় শহরবাসীর। সরকারি হাসপাতাল ছাড়াও তিনটি বড় বেসরকারি হাসপাতাল রয়েছে এই রাস্তায়। ফলে রোগীদের নিয়ে যাতায়াত করা রীতিমতো ভয়ের বিষয়।
আরও পড়ুন- বন্যার জল নামতেই মালদায় নতুন সঙ্কট, ভাঙনের গ্রাসে জনজীবন
কবে ঠিক হবে রাস্তা? এটাই এখন প্রশ্ন দুর্গাপুরবাসীর। কারণ ক্যালেন্ডার বদল হলেও এই রাস্তার অবস্থা পাল্টায় না। দুর্গাপুর শহরের আড়া মোড় থেকে ভগত্ সিং মোড় পর্যন্ত ছয় কিলোমিটারের বেশি রাস্তার বেহাল দশা। জওহরলাল অ্যাভিনিউ আর সর্দার বল্লভ ভাই প্যাটেল রোড কার্যত চলাচলের অযোগ্য। যে কোনও সময় হতে পারে দুর্ঘটনা।
পুজোর পরেই রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে খবর ADDA সূত্রে। চার লেনের রাস্তা করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। দ্রুত সেই কাজ শেষ করার দাবি উঠছে।