নারকেলের মধ্যে ভরে মাদক পাচারের চেষ্টা, পুলিসের জালে ৩ পাচারকারী

প্রায় ১১১০ কেজি মাদক বাজেয়াপ্ত করল কলকাতা নার্কোটিক বিভাগ।

Edited By: Priyanka Dutta | Updated By: Jun 29, 2020, 11:04 PM IST
নারকেলের মধ্যে ভরে মাদক পাচারের চেষ্টা, পুলিসের জালে ৩ পাচারকারী
নারকেলে ভরে মাদক পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা

নিজস্ব প্রতিবেদন: সপ্তাহের শুরুতেই মাদক পাচার করতে গিয়ে পুলিসের জালে ধৃত মাদক পাচারকারীরা। লরি বোঝাই নারকেল। দেখলে বোঝার উপায় নেই এভাবেই অভিনবকায়দায় মাদক পাচারের চেষ্টা চলছে। সোমবার নারকেলের মধ্যে ভরে পাচার করা হচ্ছিল মাদক। প্রায় ১১১০ কেজি মাদক বাজেয়াপ্ত করল কলকাতা নার্কোটিক বিভাগ।

আরও পড়ুন: গোয়ালঘরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রেমিক ও তাঁর নাবালক বন্ধু

খবর পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিস। এদিন ধুলাগড় থেকে নারকেল বোঝাই লরিটি আটক করে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। এরপরই তল্লাশি চালাতে বেরিয়ে আসে কেউটে। লরি বোঝাই নারকেল থেকে উদ্ধার হয় মাদক দ্রব্য়। যা বাজেয়াপ্ত করেছে পুলিস। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, সবমিলিয়ে একটা বিশাল অঙ্কের টাকার মাদক পাচারের পরিকল্পনা হচ্ছিল। 

আরও পড়ুন: পড়াতে এসে ছাত্রের সঙ্গে যৌনকর্ম! মোবাইল অন রেখে ভিডিয়ো করে ধরিয়ে দিল নাবালক

সোমবার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিস। গাড়িটি কোথা থেকে কোথায় যাচ্ছিল তার তদন্ত শুরু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় কোনও বড় চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

.