নাবালিকা অপহরণের চেষ্টা, উত্তেজনা বর্ধমানের জামালপুরে
Updated By: Jul 20, 2017, 07:49 PM IST
ওয়েব ডেস্ক : নাবালিকা অপহরণের চেষ্টার অভিযোগ। ১ যুবককে ধরে মারধর ছাত্রীর পরিবারের। অভিযুক্তকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিস। গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। বর্ধমানের জামালপুরের ঘটনা। আহত বেশ কয়েকজন পুলিসকর্মী হাসপাতালে।
স্থানীয় সূত্রের খবর, বুধবার স্কুল থেকে বাড়ি না ফেরায়, উদ্বিগ্ন হয়ে পড়ে নাবালিকার পরিবার। স্কুলে গিয়ে জানতে পারেন, ১ যুবক তাকে সাইকেলে চাপিয়ে নিয়ে গেছে। আশেপাশের এলাকায় তল্লাসি শুরু হয়। জামালপুরের দোসীমানায় নাবালিকার দেখা পান তাঁরা। সঙ্গে ওই যুবক। এরপরই তাকে অপহরণকারী সন্দেহে মারতে শুরু করে ছাত্রীর পরিবার। খবর পেয়ে যুবককে উদ্ধার করতে ঘটনাস্থলে যায় জামালপুর থানার পুলিস। আর তখনই আক্রান্ত হয় পুলিসও।
আরও পড়ুন, শিশুপাচার কাণ্ডে রূপা গাঙ্গুলি এবং কৈলাস বিজয়বর্গীয়কে নোটিস CID-র
Tags: