বড়সড় এটিএম জালিয়াতি চক্রের পর্দাফাঁস মালদায়

ধৃত ৩ যুবক।

Updated By: Oct 26, 2018, 07:14 PM IST
বড়সড় এটিএম জালিয়াতি চক্রের পর্দাফাঁস মালদায়

নিজস্ব প্রতিবেদন : মালদার মানিকচকে এটিএম কার্ড তৈরির জালিয়াতি চক্রের হদিস পেল পুলিস। গ্রেফতার করা হয়েছে ৩ অভিযুক্তকে। বাজেয়াপ্ত করা হয়েছে এটিএম কার্ড তৈরির সরঞ্জাম।

আরও পড়ুন, বারাসতে গণধর্ষণ মহিলাকে, ফিরে এল কামদুনির বিভীষিকা

গোপন সূত্রে খবর পেয়ে ATM কার্ড তৈরির অসাধু চক্রের পর্দাফাঁস করল পুলিস। জনৈক দীপক  মণ্ডলের বাড়িতে চলত এটিএম জালিয়াতির চক্র। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৭৩টি ক্যালকুলেটর। একইসঙ্গে ৩৪টি এটিএম কার্ড, ৪২টি পাসবুক, ৪১টি চেকবুক, ১৫টি স্ট্যাম্প, ২টি মোবাইল, ২টি ল্যাপটপ, ২টি প্রিন্টার উদ্ধার করেছে পুলিস।

আরও পড়ুন,জলপাইগুড়িতে বিমাকর্মী খুনের কিনারা, ১৮০ ডিগ্রি ঘুরে গেল ঘটনা

ধৃতদের নাম দীপক মণ্ডল, দীপঙ্কর মণ্ডল এবং পাপ্পু মণ্ডল। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা পুলিস কর্তারা । কীভাবে এই জালিয়াতি চক্র কাজ করত, তা খতিয়ে দেখছে পুলিস। অপরাধের পিছনে বড় কোনও চাঁই রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে তা-ও। 

.