বীজপুর বিজেপিতে বড় ভাঙন, তৃণমূলে যোগ দলের নেতা-সহ কয়েকশো কর্মীর

তৃণমূলে যোগদানকারী বিজেপি নেতাদের অভিযোগ, বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর দলের উপরতলার নোতদের সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই

Updated By: Jun 23, 2021, 04:12 PM IST
বীজপুর বিজেপিতে বড় ভাঙন, তৃণমূলে যোগ দলের নেতা-সহ কয়েকশো কর্মীর

নিজস্ব প্রতিবেদন: দলের উপরতলায় নেতারা কোনও যোগযোগই রাখেনি। ক্ষোভে দল ছেড়ে বেরিয়ে এলেন বীজপুরের কয়েকশো বিজেপি কর্মী।

আরও পড়ুন-ভ্যাকসিনের সার্টিফিকেট আসছিল না', মিমির উদ্যোগেই ধরা পড়ল  ভুয়ো IAS

বুধবার বীজপুরের(Bijpur) বিধায়ক সুবোধ অধিকারী ও নৈহাটির(Naihati) বিধায়ক পার্থ ভৌমিকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন বিজেপির ওইসব নেতা কর্মীরা।

এদিন হালিশহরের মঙ্গলদীপ ভবনে এক অনুষ্ঠানে তৃণমূলে যোগ দেন বিজেপির হালিশহর শাখার ৩ মণ্ডল সভাপতি, দলের  অন্যান্য শাখার ৪২ জন নেতা।  এদের কেউ ছিলেন যুব মোর্চার দায়িত্বে, কেউ ছিলেন কিষান ও মহিলা মোর্চায়। এছাডাও ছিলেন কয়েকশো সাধারণ কর্মী।

আরও পড়ুন-দেশে ঝড়ের গতিতে টিকাকরণ সম্ভব হল ১ দিন, মুখ থুবড়ে পরল মঙ্গলবারই 

তৃণমূলে যোগদানকারী বিজেপি নেতাদের অভিযোগ, বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর দলের উপরতলার নোতদের সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। সংগঠনের ভবিষ্যত নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। তাই নতুন একটা দল করব বলে যে আশা ছিল তা হচ্ছে না। তবে কোনও চাপে তারা তৃণমূলে যোগ দিচ্ছেন না।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.