Asansol: সাইবার জালিয়াতির শিকার আসানসোল পুরনিগম, অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা
Asansol: পৌরনিগমের উধাও হওয়া টাকা জব্বলপুরে গেছে। সাইবার অপরাধের মাধ্যমে এই টাকা উধাও করা হয়েছে। এই ঘটনা আসানসোল পৌরনিগমের তরফে সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
বাসুদেব চট্টোপাধ্যায়: এবার সাইবার অপরাধের শিকার আসানসোল পৌরনিগম। আসানসোল পৌরনিগমের একাউন্ট থেকে উধাও ৪০ লক্ষ টাকা।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।এই ঘটনার পর আসানসোল সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন আসানসোল পৌরনিগম কতৃপক্ষ।
আরও পড়ুন- বাড়ির বাইরে দীপাবলির আলপনা দিচ্ছিল ২ কিশোরী, আচমকা তাদের পিষে দিল গাড়ি
আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, আসানসোলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আসানসোল পৌরনিগমের অ্যাকাউন্ট আছে। গত ২৮ অক্টোবর সেই একাউন্ট থেকে ৪০ লক্ষ উধাও হয়ে যায়। যদিও পরে ব্যাঙ্ক ১২ লক্ষ টাকা উদ্ধার করেছে।
বিধান উপাধ্যায় আরও বলেন, পৌরনিগমের উধাও হওয়া টাকা জব্বলপুরে গেছে। সাইবার অপরাধের মাধ্যমে এই টাকা উধাও করা হয়েছে। এই ঘটনা আসানসোল পৌরনিগমের তরফে সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি মেয়র আরও বলেন ব্যাঙ্কে একটি আবেদন পত্র দেওয়া হয়েছিল মোবাইল নাম্বার বদল করার। সেই বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হলে তারপর জানতে পারেন পৌরনিগমের একাউন্ট থেকে টাকা উধাও হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সদর অরবিন্দ কুমার আনন্দ বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)