মেদিনীপুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত ৫
আগ্নেয়াস্ত্র ছাড়াও ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৬ রাউন্ড কার্তুজ, ১০টি মোবাইল ফোন ও ২টি মোটর সাইকেল। ঘটনাটি মেদিনীপুর শহরের ঝর্ণাডাঙ্গা এলাকার।
নিজস্ব প্রতিবেদন: নাকা চেকিং অব্যাহত। তৎপর পুলিস। এবার মেদিনীপুর থেকে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিস। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ২টি নাইন এম এম পিস্তল ও ৪টি ওয়ান শাটার গান। আগ্নেয়াস্ত্র ছাড়াও ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৬ রাউন্ড কার্তুজ, ১০টি মোবাইল ফোন ও ২টি মোটর সাইকেল। ঘটনাটি মেদিনীপুর শহরের ঝর্ণাডাঙ্গা এলাকার।
আরও পড়ুন: দমদমে কাউন্সিলরের স্বামীর রহস্যমৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা
ঝর্ণাডাঙ্গা এলাকার বেলু ঘোড়াই নামে এক ব্যক্তির বাড়িতে ছিল। এদিন গোপন সূত্রে খবর পেয়ে মেদিনীপুর কোতয়ালী থানার পুলিস হানা দেয়। পুলিস সূত্রে খবর, ধৃত ৫ জনের মধ্যে একজন কলকাতার জিনঝিরা বাজার এলাকার বাসিন্দা। ২ জন দিল্লির, ১জন ঝাড়খণ্ডের ও ১জন বিহারের বাসিন্দা। দলেও ১ জন পলাতক বলেও জানা গিয়েছে। ধৃতরা কী কারণে সেখানে ঘাঁটি গেড়েছিল, এর পিছনে আরও কোনও বড় চক্র রয়েছে কীনা তা খতিয়ে দেখছে পুলিস।