একসঙ্গে ১৭ সংস্থায় চাকরি! যাদবপুরের বিশাখের পর এবার তাক লাগালেন হুগলির অরিজিৎ

চুঁচুড়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র অরিজিৎ। ক্যাম্পাস ইন্টারভিউতে নজির গড়লেন তিনি।  

Updated By: Jul 2, 2022, 06:07 PM IST
একসঙ্গে ১৭ সংস্থায় চাকরি! যাদবপুরের বিশাখের পর এবার তাক লাগালেন হুগলির অরিজিৎ

বিধান সরকার: করোনাকালে চাকরিতে কোপ! রাজ্যে যখন শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, তখন একসঙ্গে ১৭ বহুজাতিক সংস্থায় চাকরি পেলেন বালির অরিজিৎ রায়। কীভাবে? বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ক্য়াম্পাস ইন্টারভিউ দিয়েছিলেন তিনি। ছাত্রের সাফল্যে খুশি কলেজ কর্তৃপক্ষও।

লকডাউন উঠে গিয়েছে। লকডাউনের কড়াকড়িও আর নেই। কোথাও অনলাইনে, তো কোথাও আবার অফলাইনে চলছে ক্যাম্পাস ইন্টারভিউ। রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের নিয়োগের প্রক্রিয়া চালু করেছে বহুজাতিক সংস্থাগুলি। ২ কোটি টাকা চাকরি অফার পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষের ছাত্র বিশাখ মণ্ডল।

আরও পড়ুন: Malda: এক নামে ধাঁধা, ঘুম থেকে তুলে গ্রেফতার, বিনা দোষে জেল খাটলেন বৃদ্ধ!

চুঁচুড়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের বিভাগের ছাত্র অরিজিৎও। গত ২ মাসে ১৭ বহুজাতিক সংস্থার ইন্টারভিউতে পাশ করেছেন তিনি। সাফল্যের রহস্য কী? অরিজিৎ জানালেন, 'কম্পিউটার সায়েন্সের মূল বিষয় প্রোগ্রামিং। সেটা খুব ভালো শিখেছি। অন্য বিষয়গুলিও মন দিয়ে পড়েছি। ফলে চাকরি পেতে সুবিধা হয়েছে'। তাঁর আরও বক্তব্য়, 'কোভিডের সময়ে ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় চাকরি হারিয়েছেন বহু মানুষ। এখন সেই শূন্যস্থান পূরণ করতে ভারতের মতো উন্নয়নশীল দেশ থেকে কর্মীদের নিয়োগ করা হচ্ছে। ফলে আইটি ইঞ্জিনিয়ারির কাজের সুযোগ রয়েছে'।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.