চায়ের দোকানে আড্ডা? এলাকায় অবাধ বিচরণ? জানুন লকডাউন অমান্যে শাস্তি কী

নিয়ম না মানলে, আপনি অপরাধী হিসেবে গণ্য হবেন! 

Updated By: Mar 23, 2020, 09:46 PM IST
চায়ের দোকানে আড্ডা? এলাকায় অবাধ বিচরণ? জানুন লকডাউন অমান্যে শাস্তি কী

নিজস্ব প্রতিবেদন: বাড়িতে থাকুন। করোনা-সংক্রমণ ঠেকাতে সাহায্য করুন। বারবার বলা হচ্ছে। কিন্তু সবাই সেই নির্দেশ পালন করছেন কি? কেউ না জেনেই রাস্তায় বেরোচ্ছেন, কেউ হয়তো ব্যাপারটার গুরুত্বই বুঝতে পারছেন না। কিন্তু এবার নিয়ম না মানলে, আপনি অপরাধী হিসেবে গণ্য হবেন!

আরও পড়ুন: থিকথিক করছে ভিড়, অশান্তি! লকডাউনের ধর্মতলার বাসস্ট্যান্ডের পরিস্থিতি পৌঁছল চরমে

এটা যুদ্ধ। আর সেই যুদ্ধে কিন্তু আপনিও আছেন! মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীও। তাঁর টুইট লকডাউনের পরেও মানুষের হুঁশ ফেরেনি। নিজেকে রক্ষা করুন, পরিবারকেও রক্ষা করুন। সমস্ত রাজ্যকেই নিয়ম মেনে চলার অনুরোধ জানাচ্ছি। যদি লকডাউনের নিয়ম ভাঙেন, তাহলে কিন্তু আইনত আপনি অপরাধী হিসেবে গণ্য হবেন। 

লকডাউন অমান্যে শাস্তি কী?

*সরকারি নির্দেশ অমান্যের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় ১ মাসের জেল হতে পারে।
*IPC-র ২৬৯ ধারা অনুসারে অবহেলার জেরে সংক্রামক রোগ ছড়ানোর অভিযোগে ৬ মাসের জেল অথবা জরিমানা, কিংবা দুটোই হতে পারে।
*চক্রান্ত করে সংক্রামক রোগ ছড়ানোর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২৭০ ধারা অনুসারে ২ বছরের জেল অথবা জরিমানা, বা দুটোই হতে পারে 
*জেনেশুনে সরকারি নির্দেশ অমান্য করলে IPC-২৭১ ধারায় ৬ মাসের জেল অথবা জরিমানা কিংবা দুটোই হতে পার

.