বোলপুর ঢোকার আগে দিদিভাইকে ভিসা না নিতে হয়, বললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ
অনুপম লিখেছেন, 'কেষ্ট কাকুর কাছে দিদিভাই বড় অসহায়। একবার বুঝেছিলাম আমাকে বহিষ্কারের সময়, আরেকবার বুঝলাম আজকে। এর পর দিদিভাইকে বোলপুর ঢোকার আগে ভিসা না নিতে হয়।'
নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বিভিন্ন দলের প্রার্থীতালিকা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। আর শাসকদল তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে স্বাভাবিকভাবেই উত্সাহ বেশি রাজনৈতিক মহলে। প্রার্থী ঘোষণা নাহলেও বহু জায়গায় শুরু হয়ে গিয়েছে তৃণমূলের দেওয়াল লিখন। ব্যতিক্রম শুরু বোলপুর। সেখানে একেবারে প্রার্থীর নাম দিয়েই শুরু হয়েছে প্রচার। আর তাতেই তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কেন্দ্রে বিদায়ী তৃণমূল সাংসদ অনুপম হাজরা। বীরভূমে অনুব্রত মণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতৃত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন তিনি।
নিজেদের লাভের জন্য রমজানে নির্বাচনকে ইস্যু করছে কয়েকটি রাজনৈতিক দল : ওবেইসি
সোমবার বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের এক দেওয়াল লিখনের ছবি প্রকাশ করেন অনুপম। তাতে বোলপুরের তৃণমূল প্রার্থী হিসাবে লেখা রয়েছে অসিত মালের নাম। যদিও তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশিত হয়নি এখনো।
এতেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুঁড়েছেন অনুপম। তিনি লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার আগেই বোলপুরে দলীয় নেতার নামে দেওয়াল লিখন তৃণমূলের।' এর পর অনুপম লিখেছেন, 'কেষ্ট কাকুর কাছে দিদিভাই বড় অসহায়। একবার বুঝেছিলাম আমাকে বহিষ্কারের সময়, আরেকবার বুঝলাম আজকে। এর পর দিদিভাইকে বোলপুর ঢোকার আগে ভিসা না নিতে হয়।'
বলে রাখি, ২০১৪ সালে বোলপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিশাল জয় পেয়ে সাংসদ হয়েছিলেন বিশ্বভারতীর অধ্যাপক অনুপম হাজরা। দলবিরোধী কাজের জন্য অনুপমকে গত বছরই বহিষ্কার করেছে তৃণমূল। বিভিন্ন সময় দলের সিদ্ধান্তের থেকে ভিন্ন মত পোষণ করে ফেইসবুকে পোস্ট করেছেন অনুপম। তাঁকে সাবধান করার পরও থামেননি বলে অভিযোগ অনুপমের বিরুদ্ধে।